Ajker Patrika

আম্পায়ার সৈকত পাবেন রেকর্ড ২ লাখ টাকা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১০: ৪৪
২ লাখ টাকা বেতন পাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত
২ লাখ টাকা বেতন পাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

প্রাপ্য বেতন পান না বলে এত দিন একটা অভিযোগ ছিল দেশের আম্পায়ারদের। তবে এবার তাঁদের হতাশা কিছুটা কমতে পারে। বছরের শুরুতে বিসিবি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার আম্পায়ারদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাঁর বর্তমান বেতন দাঁড়িয়েছে ২ লাখ টাকা, বাংলাদেশের ইতিহাসে এত বেতন আগে কোনো আম্পায়ার পাননি। গতকাল সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয়। সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবে দেখছি। ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ৩০টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’

আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতনও বাড়ানো হয়েছে। তাঁর নতুন বেতন দাঁড়িয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৫৫ হাজার টাকা। তাঁকে নিয়ে মিঠু বলেন, ‘মুকুল আইসিসি ও এসিসিতে অসাধারণ পারফর্ম করছেন, তাই তাঁর বেতন বাড়ানো হয়েছে।’

তানভীর আহমেদের বেতন ৯০ হাজার টাকা, গাজী সোহেল ও ম্যাক সুমনের বেতন ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী আম্পায়ারদের বেতনও বাড়ানো হয়েছে। আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকিরা জেসি পাবেন ৩৫ হাজার টাকা, যা আগে ছিল ১৬ হাজার টাকা। বিসিবির এলিট প্যানেলে থাকা প্রত্যেক আম্পায়ার পাবেন ৪৫ হাজার টাকা বেতন।

image

ম্যাচ রেফারিদেরও বেতন বেড়েছে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের বেতন সর্বোচ্চ করা হয়েছে। তাঁর বেতন ১ লাখ টাকা। মিঠু বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা, যাতে তাঁরা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতালিপ্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

এলাকার খবর
Loading...