অনলাইন ডেস্ক
প্রাপ্য বেতন পান না বলে এত দিন একটা অভিযোগ ছিল দেশের আম্পায়ারদের। তবে এবার তাঁদের হতাশা কিছুটা কমতে পারে। বছরের শুরুতে বিসিবি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার আম্পায়ারদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাঁর বর্তমান বেতন দাঁড়িয়েছে ২ লাখ টাকা, বাংলাদেশের ইতিহাসে এত বেতন আগে কোনো আম্পায়ার পাননি। গতকাল সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয়। সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবে দেখছি। ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ৩০টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতনও বাড়ানো হয়েছে। তাঁর নতুন বেতন দাঁড়িয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৫৫ হাজার টাকা। তাঁকে নিয়ে মিঠু বলেন, ‘মুকুল আইসিসি ও এসিসিতে অসাধারণ পারফর্ম করছেন, তাই তাঁর বেতন বাড়ানো হয়েছে।’
তানভীর আহমেদের বেতন ৯০ হাজার টাকা, গাজী সোহেল ও ম্যাক সুমনের বেতন ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী আম্পায়ারদের বেতনও বাড়ানো হয়েছে। আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকিরা জেসি পাবেন ৩৫ হাজার টাকা, যা আগে ছিল ১৬ হাজার টাকা। বিসিবির এলিট প্যানেলে থাকা প্রত্যেক আম্পায়ার পাবেন ৪৫ হাজার টাকা বেতন।
ম্যাচ রেফারিদেরও বেতন বেড়েছে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের বেতন সর্বোচ্চ করা হয়েছে। তাঁর বেতন ১ লাখ টাকা। মিঠু বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা, যাতে তাঁরা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারেন।
প্রাপ্য বেতন পান না বলে এত দিন একটা অভিযোগ ছিল দেশের আম্পায়ারদের। তবে এবার তাঁদের হতাশা কিছুটা কমতে পারে। বছরের শুরুতে বিসিবি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার আম্পায়ারদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাঁর বর্তমান বেতন দাঁড়িয়েছে ২ লাখ টাকা, বাংলাদেশের ইতিহাসে এত বেতন আগে কোনো আম্পায়ার পাননি। গতকাল সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয়। সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবে দেখছি। ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ৩০টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতনও বাড়ানো হয়েছে। তাঁর নতুন বেতন দাঁড়িয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৫৫ হাজার টাকা। তাঁকে নিয়ে মিঠু বলেন, ‘মুকুল আইসিসি ও এসিসিতে অসাধারণ পারফর্ম করছেন, তাই তাঁর বেতন বাড়ানো হয়েছে।’
তানভীর আহমেদের বেতন ৯০ হাজার টাকা, গাজী সোহেল ও ম্যাক সুমনের বেতন ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী আম্পায়ারদের বেতনও বাড়ানো হয়েছে। আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকিরা জেসি পাবেন ৩৫ হাজার টাকা, যা আগে ছিল ১৬ হাজার টাকা। বিসিবির এলিট প্যানেলে থাকা প্রত্যেক আম্পায়ার পাবেন ৪৫ হাজার টাকা বেতন।
ম্যাচ রেফারিদেরও বেতন বেড়েছে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের বেতন সর্বোচ্চ করা হয়েছে। তাঁর বেতন ১ লাখ টাকা। মিঠু বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা, যাতে তাঁরা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারেন।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে