কিংবদন্তি ডব্লিউ জি গ্রেস পরলোকে পাড়ি জমিয়েছেন ১৯১৫ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার হাজার রান ও উইকেটের জন্য এখনো তিনি অমর। তাঁর একটি রেকর্ড টিকে ছিল ১৫৯ বছর। অবশেষে সেই রেকর্ডও ভেঙে দিলেন ১৬ বছর বয়সী ফারহান আহমেদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের সারে-নটিংহামশায়ার চার দিনের ম্যাচ গত রাতে শেষ হয়েছে। টুর্নামেন্টে ফারহান প্রতিনিধিত্ব করছেন সারের হয়ে। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়ার কাজ অনেকটাই সেরে রাখেন তিনি।ট্রেন্ট ব্রিজে গতকাল শেষ দিনে ভেঙে দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি গ্রেসের রেকর্ড। সারের মিডল অর্ডার ব্যাটার জর্ডান ক্লার্ককে ফিরিয়ে দশম উইকেট নিয়েছেন ফারহান। ১৬ বছর ১৯২ দিন বয়সে ব্রিটেনে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এর আগে গ্রেস ১৮৬৫ সালে লন্ডনের ওভালে ৮৪ রানে নেন ১৩ উইকেট। ‘জেন্টেলম্যান অব দ্য সাউথে’র হয়ে যখন এই কীর্তি গড়েন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৪০ দিন। গ্রেস খেলেছিলেন ‘প্লেয়ার্স অব সাউথের’ বিপক্ষে।
ওপার থেকে রেকর্ড ভাঙার কীর্তি দেখে হয়তো ১৬ বছর বয়সী কিশোর ফারহানকে আশীর্বাদ করেন গ্রেস। শুধু রেকর্ড ভাঙাই নয়। গ্রেস, ফারহানের মধ্যে মিলও খুঁজে পাওয়া গেছে। গ্রেস রেকর্ডটা গড়েন তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে। অন্যদিকে ফারহানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম ম্যাচ না খেললেও তাঁর অভিষেক হয়েছে নটিংহামশায়ারের হয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফারহানের অভিজ্ঞতাও তেমন নয়। ১৬ বছর বয়সী এই কিশোর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন দুই ম্যাচ। লিস্ট ‘এ’ তে খেলেছেন এক ম্যাচ। যুব টেস্টে খেলার অভিজ্ঞতা তিন ম্যাচের।
১৫৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়া ফারহানের নটিংহামশায়ার অবশ্য জিততে পারেনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সারে-নটিংহামশায়ার ম্যাচ ড্র হয়েছে। যেখানে সারে প্রথম ইনিংসে ৫২৫ রানে অলআউট হয়েছে। নটিংহামশায়ার তাদের প্রথম ইনিংসে ৪০৫ রানে গুটিয়ে গেছে। তাতে দ্বিতীয় ইনিংসে নামার আগেই ১২০ রানের লিড পেয়ে যায় সারে। এরপর ৯ উইকেটে ১৭৭ রান করে ইনিংস ঘোষণা করে সারে। ২৯৮ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২১ রান করে নটিংহামশায়ার।
কিংবদন্তি ডব্লিউ জি গ্রেস পরলোকে পাড়ি জমিয়েছেন ১৯১৫ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার হাজার রান ও উইকেটের জন্য এখনো তিনি অমর। তাঁর একটি রেকর্ড টিকে ছিল ১৫৯ বছর। অবশেষে সেই রেকর্ডও ভেঙে দিলেন ১৬ বছর বয়সী ফারহান আহমেদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের সারে-নটিংহামশায়ার চার দিনের ম্যাচ গত রাতে শেষ হয়েছে। টুর্নামেন্টে ফারহান প্রতিনিধিত্ব করছেন সারের হয়ে। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়ার কাজ অনেকটাই সেরে রাখেন তিনি।ট্রেন্ট ব্রিজে গতকাল শেষ দিনে ভেঙে দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি গ্রেসের রেকর্ড। সারের মিডল অর্ডার ব্যাটার জর্ডান ক্লার্ককে ফিরিয়ে দশম উইকেট নিয়েছেন ফারহান। ১৬ বছর ১৯২ দিন বয়সে ব্রিটেনে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এর আগে গ্রেস ১৮৬৫ সালে লন্ডনের ওভালে ৮৪ রানে নেন ১৩ উইকেট। ‘জেন্টেলম্যান অব দ্য সাউথে’র হয়ে যখন এই কীর্তি গড়েন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৪০ দিন। গ্রেস খেলেছিলেন ‘প্লেয়ার্স অব সাউথের’ বিপক্ষে।
ওপার থেকে রেকর্ড ভাঙার কীর্তি দেখে হয়তো ১৬ বছর বয়সী কিশোর ফারহানকে আশীর্বাদ করেন গ্রেস। শুধু রেকর্ড ভাঙাই নয়। গ্রেস, ফারহানের মধ্যে মিলও খুঁজে পাওয়া গেছে। গ্রেস রেকর্ডটা গড়েন তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে। অন্যদিকে ফারহানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম ম্যাচ না খেললেও তাঁর অভিষেক হয়েছে নটিংহামশায়ারের হয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফারহানের অভিজ্ঞতাও তেমন নয়। ১৬ বছর বয়সী এই কিশোর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন দুই ম্যাচ। লিস্ট ‘এ’ তে খেলেছেন এক ম্যাচ। যুব টেস্টে খেলার অভিজ্ঞতা তিন ম্যাচের।
১৫৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়া ফারহানের নটিংহামশায়ার অবশ্য জিততে পারেনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সারে-নটিংহামশায়ার ম্যাচ ড্র হয়েছে। যেখানে সারে প্রথম ইনিংসে ৫২৫ রানে অলআউট হয়েছে। নটিংহামশায়ার তাদের প্রথম ইনিংসে ৪০৫ রানে গুটিয়ে গেছে। তাতে দ্বিতীয় ইনিংসে নামার আগেই ১২০ রানের লিড পেয়ে যায় সারে। এরপর ৯ উইকেটে ১৭৭ রান করে ইনিংস ঘোষণা করে সারে। ২৯৮ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২১ রান করে নটিংহামশায়ার।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে