রমিজ রাজা পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসার পর বদলে গেছে দেশটির ক্রিকেট। সাবেক এই পাকিস্তান অধিনায়ক পিসিবির চেয়ারম্যান হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে জিততে শুরু করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি। সর্বশেষ ১২টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে ১১টিতে। একই সঙ্গে সাফল্য পাচ্ছে টেস্টেও।
মাঠের ক্রিকেটে দল যখন ভালো করছে, মাঠের বাইরেও দারুণ গোছালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর সফরের মাঝপথে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। পরে সফর বাতিল করেছিল ইংল্যান্ড। হুমকির মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট। এ রকম একটা জায়গা থেকে এখন পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। এটিই নিশ্চিতভাবেই পিসিবির কূটনৈতিক সাফল্য। প্রায় আড়াই দশক পর আগামী মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসবে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া জানিয়েছে, একই স্টেডিয়ামে তিন টেস্টের সিরিজ খেলতে চায় তারা। এদিকে পিসিবি বিষয়টি অস্বীকার করে বলছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এই সিরিজ খেলতে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়েই পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া দল।
মাঠ ও মাঠের বাইরে এই মুহূর্তে দুই রকম ছবি ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারানোর পরেই অনেক ক্রিকেট বিশ্লেষক পাকিস্তান ক্রিকেটের উত্থান দেখেছিলেন। এর প্রায় তিন মাসের মধ্যে সেটিরই ইঙ্গিত দিচ্ছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
রমিজ রাজা পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসার পর বদলে গেছে দেশটির ক্রিকেট। সাবেক এই পাকিস্তান অধিনায়ক পিসিবির চেয়ারম্যান হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে জিততে শুরু করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি। সর্বশেষ ১২টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে ১১টিতে। একই সঙ্গে সাফল্য পাচ্ছে টেস্টেও।
মাঠের ক্রিকেটে দল যখন ভালো করছে, মাঠের বাইরেও দারুণ গোছালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর সফরের মাঝপথে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। পরে সফর বাতিল করেছিল ইংল্যান্ড। হুমকির মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট। এ রকম একটা জায়গা থেকে এখন পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। এটিই নিশ্চিতভাবেই পিসিবির কূটনৈতিক সাফল্য। প্রায় আড়াই দশক পর আগামী মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসবে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া জানিয়েছে, একই স্টেডিয়ামে তিন টেস্টের সিরিজ খেলতে চায় তারা। এদিকে পিসিবি বিষয়টি অস্বীকার করে বলছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এই সিরিজ খেলতে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়েই পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া দল।
মাঠ ও মাঠের বাইরে এই মুহূর্তে দুই রকম ছবি ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারানোর পরেই অনেক ক্রিকেট বিশ্লেষক পাকিস্তান ক্রিকেটের উত্থান দেখেছিলেন। এর প্রায় তিন মাসের মধ্যে সেটিরই ইঙ্গিত দিচ্ছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৬ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে