Ajker Patrika

রোহিতকে ফিরিয়ে বিশ্বকাপে সাকিবের অনন্য রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২৪, ২১: ৩২
রোহিতকে ফিরিয়ে বিশ্বকাপে সাকিবের অনন্য রেকর্ড

পাওয়ার প্লেতে বোলিং আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ১৫ রান দিয়েছেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে লং-অন দিয়ে ৯৭ মিটারের বিশাল ছক্কায় আছড়ে ফেললেন রোহিত শর্মা। তৃতীয় বলে আবার চার। পরের বলে আবারও রোহিত চেষ্টা করেন শট খেলার। তবে এবার আর সাকিব আল হাসানের থাবা থেকে বাঁচতে পারলেন না ভারতের অধিনায়ক।

ব্যাকওয়ার্ড পয়েন্টে বল উঠে গেছে অনেক ওপরে। দৌড়ে গিয়ে দারুণভাবে বল হাতে জমা করেছেন জাকের আলী অনিক। ১১ বলে ২৩ রান করা রোহিতকে ফিরিয়ে টি-বিশ্বকাপে অনন্য এক রেকর্ড পৌঁছে গেছেন সাকিব। কুড়ি ওভারের বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। এই রেকর্ড গড়তে তাঁর লেগেছে ৪০ ইনিংস।

যেখানে ওয়াসিম আকরামের সঙ্গে মিলে গেলেন সাকিব। ওয়ানডে বিশ্বকাপে প্রথম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ওয়াসিম আকরাম। টি-বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের চেয়ে ১১ উইকেট কম নিয়ে দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তাঁর শিকার ৩৪ ইনিংসে ৩৯ উইকেট। তিনে থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ৩১ ইনিংসে ৩৮ উইকেট।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সাকিবের ১৪৯ উইকেট। আর একটি উইকেট পেলে নিউজিল্যান্ডের টিম সাউদির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলকে ছুঁবেন সাকিব।

এ প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ৮.৪ ওভারে ৭৮ রান। বিরাট কোহলিকে ৩৭ ও সূর্যকুমার যাদবকে ৬ রানে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। অপরাজিত রয়েছেন শিবাম দুবে ও রিশভ পন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত