২০২৩ সালের পরের চক্রে টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া শুরু করছে আইসিসি। এরই মধ্যে এই টুর্নামেন্টগুলোর একক ও যৌথ আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ। এই ১৭ দেশের মধ্যে বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশ তো আছেই। আছে নামিবিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান ও যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটের উঠতি দেশগুলোও।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, নারীদের আইসিসি টুর্নামেন্ট ও অনূর্ধ্ব–১৯ দলের আইসিসির টুর্নামেন্ট আয়োজন করবে কোন কোন দেশ, সেই সিদ্ধান্ত আসবে এই বছরের যেকোনো সময়। ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত—এই আট বছরে ছেলেদের বিশ্বকাপ, টি-টোয়েন্টি ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে আরও আটটি টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। এই টুর্নামেন্টগুলোর আয়োজক হতে আইসিসি সদস্য দেশগুলোকে প্রাথমিক প্রস্তাব দিয়েছিল। সেই প্রাথমিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ।
সদস্য দেশগুলোর এমন সাড়া দেখে আইসিসি খুশি। আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘২০২৩-পরবর্তী আইসিসির টুর্নামেন্ট আয়োজন করতে সদস্য দেশগুলো আগ্রহ দেখে আমরা আনন্দিত। এই প্রক্রিয়ায় আয়োজক সংখ্যা বাড়াতে ও বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিয়ে সমর্থকগোষ্ঠী তৈরির সুযোগ করে দেবে। আমরা এখন এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যাব। আইসিসির বোর্ড কর্তারা চলতি বছরেই আয়োজক চূড়ান্ত করবে।’
২০২৩ সালের পরের চক্রে টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া শুরু করছে আইসিসি। এরই মধ্যে এই টুর্নামেন্টগুলোর একক ও যৌথ আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ। এই ১৭ দেশের মধ্যে বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশ তো আছেই। আছে নামিবিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান ও যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটের উঠতি দেশগুলোও।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, নারীদের আইসিসি টুর্নামেন্ট ও অনূর্ধ্ব–১৯ দলের আইসিসির টুর্নামেন্ট আয়োজন করবে কোন কোন দেশ, সেই সিদ্ধান্ত আসবে এই বছরের যেকোনো সময়। ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত—এই আট বছরে ছেলেদের বিশ্বকাপ, টি-টোয়েন্টি ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে আরও আটটি টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। এই টুর্নামেন্টগুলোর আয়োজক হতে আইসিসি সদস্য দেশগুলোকে প্রাথমিক প্রস্তাব দিয়েছিল। সেই প্রাথমিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ।
সদস্য দেশগুলোর এমন সাড়া দেখে আইসিসি খুশি। আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘২০২৩-পরবর্তী আইসিসির টুর্নামেন্ট আয়োজন করতে সদস্য দেশগুলো আগ্রহ দেখে আমরা আনন্দিত। এই প্রক্রিয়ায় আয়োজক সংখ্যা বাড়াতে ও বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিয়ে সমর্থকগোষ্ঠী তৈরির সুযোগ করে দেবে। আমরা এখন এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যাব। আইসিসির বোর্ড কর্তারা চলতি বছরেই আয়োজক চূড়ান্ত করবে।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে