আগের দিন ২ উইকেট নিয়ে পাকিস্তানকে স্বস্তিতে দিন শেষ করতে দেননি হাসান মাহমুদ। আজ আরও ভয়ংকর বাংলাদেশি পেসার। আরেক পেসার নাহিদ রানাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৭২ রানে থামিয়ে দেন তিনি। চতুর্থ দিনে নিয়েছেন আরও ৩ উইকেট। তার মধ্যে ফিরিয়েছেন দেয়াল হয়ে থাকা উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
তৃতীয় ইনিংসে হাসানের বোলিং ফিগার—৫/৪৩। এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। এক ইনিংসে প্রথমবার ৫ উইকেট নিয়ে নতুন কীর্তিও গড়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ও তাদের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের এটিই সেরা বোলিং। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাসান। ফলোঅনে পড়া বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ানকে চমৎকার সঙ্গ দিয়ে গেছেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় বোলার ও চতুর্থ ক্রিকেটার হিসেবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নাম তুললেন হাসান।
এই টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে টসও হাতে পারেন। আজও দিনের তৃতীয় সেশন চলে গেছে বৃষ্টির পেটে। তারপরও জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম ইনিংসে যে দর ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনে পড়তে যাচ্ছিল, এখন তারাই চালকের আসনে। এ নিয়ে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আসলে শুরুতে দ্রুত উইকেট চলে যাওয়ায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। তখন আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছি। সবাই নিজেদের ওপর বিশ্বাস ধরে রেখেছিল। আমরা আমাদের সতীর্থদের ওপর বিশ্বাস রাখছিলাম। আমরা জানতাম, যদি লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ উইকেটে সেট হয়ে রান তুলতে পারে তাহলে ম্যাচের মোমেন্টাম তারা পরিবর্তন করে দিতে পারবে। এটাই হয়েছিল গতকাল।’
রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত পেস গতিতে পাকিস্তানি ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন হাসান। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার ৫ উইকেট, সেটিও বিদেশের মাটি—এই কীর্তির পর তাঁর অনুভূতি, ‘আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত, যারা প্রতিটি বলের পেছনে অনেক পরিশ্রম করে। পরিকল্পনা আসলে খুবই সিম্পল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যেরকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের পরিকল্পনা মতো বল করে উইকেট তোলার চেষ্টা করে যাওয়া।’
দলে নিজের ভূমিকা নিয়ে হাসান আরও বলেন, ‘আমার ভূমিকার কথা বললে, যখনই কোনো পেসারকে বল দেওয়া হয় তখন পরিকল্পনা থাকে উইকেট নেওয়ার মত বল কীভাবে করা যায়। যত বল করতে পারবে তত সফল হতে পারবে। তাসকিন (আহমেদ) ভাই শুরু করেছিল দিনের প্রথম উইকেট দিয়ে। এরপর (নাহিদ) রানা দুর্দান্ত বল করেছে। হয়তো মোমেন্টামটা আমাদের দিকে শিফট করেছে। এরপর আমাকে বল দেওয়া হল। আমিও আমার প্রসেসে ছিলাম এ জন্যই উইকেটটা পেলাম।’
আগের দিন ২ উইকেট নিয়ে পাকিস্তানকে স্বস্তিতে দিন শেষ করতে দেননি হাসান মাহমুদ। আজ আরও ভয়ংকর বাংলাদেশি পেসার। আরেক পেসার নাহিদ রানাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৭২ রানে থামিয়ে দেন তিনি। চতুর্থ দিনে নিয়েছেন আরও ৩ উইকেট। তার মধ্যে ফিরিয়েছেন দেয়াল হয়ে থাকা উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
তৃতীয় ইনিংসে হাসানের বোলিং ফিগার—৫/৪৩। এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। এক ইনিংসে প্রথমবার ৫ উইকেট নিয়ে নতুন কীর্তিও গড়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ও তাদের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের এটিই সেরা বোলিং। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাসান। ফলোঅনে পড়া বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ানকে চমৎকার সঙ্গ দিয়ে গেছেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় বোলার ও চতুর্থ ক্রিকেটার হিসেবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নাম তুললেন হাসান।
এই টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে টসও হাতে পারেন। আজও দিনের তৃতীয় সেশন চলে গেছে বৃষ্টির পেটে। তারপরও জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম ইনিংসে যে দর ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনে পড়তে যাচ্ছিল, এখন তারাই চালকের আসনে। এ নিয়ে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আসলে শুরুতে দ্রুত উইকেট চলে যাওয়ায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। তখন আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছি। সবাই নিজেদের ওপর বিশ্বাস ধরে রেখেছিল। আমরা আমাদের সতীর্থদের ওপর বিশ্বাস রাখছিলাম। আমরা জানতাম, যদি লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ উইকেটে সেট হয়ে রান তুলতে পারে তাহলে ম্যাচের মোমেন্টাম তারা পরিবর্তন করে দিতে পারবে। এটাই হয়েছিল গতকাল।’
রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত পেস গতিতে পাকিস্তানি ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন হাসান। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার ৫ উইকেট, সেটিও বিদেশের মাটি—এই কীর্তির পর তাঁর অনুভূতি, ‘আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত, যারা প্রতিটি বলের পেছনে অনেক পরিশ্রম করে। পরিকল্পনা আসলে খুবই সিম্পল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যেরকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের পরিকল্পনা মতো বল করে উইকেট তোলার চেষ্টা করে যাওয়া।’
দলে নিজের ভূমিকা নিয়ে হাসান আরও বলেন, ‘আমার ভূমিকার কথা বললে, যখনই কোনো পেসারকে বল দেওয়া হয় তখন পরিকল্পনা থাকে উইকেট নেওয়ার মত বল কীভাবে করা যায়। যত বল করতে পারবে তত সফল হতে পারবে। তাসকিন (আহমেদ) ভাই শুরু করেছিল দিনের প্রথম উইকেট দিয়ে। এরপর (নাহিদ) রানা দুর্দান্ত বল করেছে। হয়তো মোমেন্টামটা আমাদের দিকে শিফট করেছে। এরপর আমাকে বল দেওয়া হল। আমিও আমার প্রসেসে ছিলাম এ জন্যই উইকেটটা পেলাম।’
চট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
৪ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
১ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
২ ঘণ্টা আগে