Ajker Patrika

‘বুমরার না খেলাটা বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২২
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরাকে পাচ্ছে না ভারত। ছবি: ক্রিকইনফো
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরাকে পাচ্ছে না ভারত। ছবি: ক্রিকইনফো

জসপ্রীত বুমরাকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছিল ভারত। তবে তাঁর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও অবশ্য লাভ হয়নি ভারতের। তারকা এই পেসার ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাইয়ে উড়াল দিয়েছে এশিয়ার দলটি। ইমরুল কায়েস এখানেই বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ মনে করছেন।

আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই জিতেছেন বুমরা। বোলিং জাদুতে ব্যাটারদের বিভ্রান্ত করতে তাঁর জুড়ি মেলা ভার। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বুমরা অসামান্য অবদান রেখেছেন। এবার তাঁর দল চ্যাম্পিয়নস ট্রফিতে পড়েছে বাংলাদেশের গ্রুপে। দুবাইয়ে পরশু ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভারত দুর্দান্ত। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। তবে বুমরার না থাকাটা বাংলাদেশকে এগিয়ে রাখবে বলে মনে করেন ইমরুল। বার্তা সংস্থা পিটিআই ভিডিওকে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘ভারত শক্তিশালী। তাদের বোলিং আক্রমণ ও ব্যাটিং লাইনআপ দুর্দান্ত। কিন্তু বুমরা দলে নেই। ভারতীয় ক্রিকেটে গত দুই বছরে তার অবদান কী, সেটা আমাদের সবার জানা। তার না খেলা বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ।’

আইসিসি ইভেন্টে শামি বরাবরই জ্বলে ওঠেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিয়েছিলেন ২৪ উইকেট। তবে ফিট না থাকায় ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। সে যা-ই হোক, শামিকে বাংলাদেশের জন্য অনেক বড় হুমকি মনে করছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘শামির দলে আসাটা অনেক বড় কিছু। সে হয়তো তার ফিটনেস নিয়ে সংগ্রাম করছে। তবে সে যদি ছন্দ ফিরে পায়, তাহলে বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে।’

আন্তর্জাতিক ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। ছন্দে থাকলে তিনি কতটা দুর্দান্ত খেলেন, সেটার প্রমাণ ২০১৯ বিশ্বকাপে দেখিয়েছেন। তবে এই তারকা অলরাউন্ডারকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেয়নি বাংলাদেশ। সাকিবের না থাকাটা বাংলাদেশের জন্য সমস্যা মনে করছেন ইমরুল। পিটিআই ভিডিওকে ইমরুল বলেছেন, ‘সাকিবকে অবশ্যই মিস করব। সে দুর্দান্ত ক্রিকেটার। সাকিব খেলছে না দেখে এই মুহূর্তে বাংলাদেশ ধুঁকছে। বাংলাদেশকে তাই অতিরিক্ত স্পিনার খেলাতে হতে পারে। মূল সমস্যা এখানেই।’

অতিরিক্ত স্পিনার বলতে নাসুম আহমেদ, রিশাদ হোসেনের কথাই হয়তো বোঝাতে চেয়েছেন ইমরুল। কারণ, স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তো থাকছেন। এছাড়া পেস বোলিং আক্রমণে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। যে ভারতের বিপক্ষে পরশু অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, একই প্রতিপক্ষের বিপক্ষে সবশেষ ২০১৭ সালে আয়োজিত সেমিফাইনালে বাংলাদেশ হেরেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত