ভারতের বিসিএলে ১৮ লাখে বিক্রি হলেন তামিম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১২: ০৬
Thumbnail image
তামিম ইকবালকে নিয়েছে এমপি টাইগার্স। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল দূরে আছেন প্রায় ১৫ মাস ধরে। তবে এ বছর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে এবার প্রায় ১৮ লাখ টাকায় কিনেছে বিদেশি একটি লিগ।

ভারতের লক্ষ্ণৌ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ক্রিকেট লিগ (বিসিএল) নামে একটি টুর্নামেন্টের ড্রাফট হয়েছে। এই ড্রাফট থেকে এমপি টাইগার্স নামে একটি ফ্র্যাঞ্চাইজি তামিমকে কিনতে খরচ করেছে ১৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ ৮৯ হাজার টাকা। এই টুর্নামেন্টে খেলবে ছয় দল। এমপি টাইগার্সের পাশাপাশি টুর্নামেন্টের অন্য পাঁচ দল সাউদার্ন স্পারটান্স, রাজস্থান রেগালস, নর্দার্ন চ্যালেঞ্জার্স, ইউপি ব্রিজ স্টার্স ও মুম্বাই মেরিনস। তবে টুর্নামেন্টটি কবে শুরু হবে সেটা এখনো জানা যায়নি।

তামিমের নেতৃত্বে ২০২৪ সালে প্রথমবারের মতো ফরচুন বরিশাল জেতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা। ৪৯২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন তিনি। টুর্নামেন্টে তাঁর গড় ৩৫.১৪ ও স্ট্রাইক রেট ছিল ১২৭.১৩। করেছিলেন ৩ ফিফটি। আসন্ন বিপিএলেও তাঁকে ধরে রেখেছে বরিশাল। এ বছরের ৩০ ডিসেম্বর শুরু হয়ে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ১১তম বিপিএল।

বাংলাদেশের জার্সিতে ক্রিকেট না খেললেও ধারাভাষ্যকক্ষে তামিম এখন পরিচিত মুখ। ২০২৩ সালে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। এরপর এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ-ভারত সিরিজেও তিনি ছিলেন ধারাভাষ্যকক্ষে। ভারতের মাঠে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি-পাঁচ ম্যাচের পাঁচটিতেই বাংলাদেশ হেরেছিল বাজেভাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত