ছোট মাঠ, পাওয়ার হিটিংয়ের বিশেষ ব্যাট, রানপ্রসবা উইকেট—আধুনিক ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ৫০০ রান হতে পারে যেকোনো দিন, এমন ভবিষ্যদ্বাণী অনেক দিন হলো করা হচ্ছিল।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়া ইংল্যান্ড এরপর আধুনিক ওয়ানডের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। ৫০ ওভারের সংস্করণে দুইবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে ইংলিশরা। আজ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবু ২ রানের আক্ষেপ যে রয়েই গেল তাদের!
আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ ৪ উইকেটে ৪৯৮ রান করেছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটের ৫১ বছরের ইতিহাসে এটিই এখন দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৪৮১ রানের রেকর্ডটিও ছিল ইংলিশদের। চার বছর আগে আরেকটি জুন মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নজির গড়েছিল এউইন মরগানের দল।
ইংল্যান্ডের রানের ইমারত নির্মাণের দিনে স্বাভাবিকভাবেই রেকর্ড বই তোলপাড়। সেঞ্চুরি করেছেন ফিলিপ সল্ট, ডেভিড মালান ও জস বাটলার। তিনজনই উপহার দিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তবে শেষের জন নেদারল্যান্ডস বোলারদের তুলোধুনো করেছেন। ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস ছিল ১৪ ছক্কা আর ৭ চারে সাজানো। ইনিংসটি খেলার পথে দ্বিতীয় দ্রুততম দেড় শ রানের কীর্তিও গড়েছেন এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বাটলার।
২২ বলে ৬২ রানের মহাপ্রলয় বইয়ে দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তিনি গড়েছেন দ্বিতীয় দ্রুততম (১৭ বলে) ফিফটির রেকর্ড।
ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০০ রানের কীর্তি গড়তে শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩০। ৪৯ তম ওভারে লোগান ফন বিক ৭ রান দিলে কাজটা কঠিন হয়ে পড়ে। শেষ ওভারে শেন স্ন্যাটার ২১ রান দিলে ৪৯৮-এ থামতে হয় ইংলিশদের।
তবে শেষ বলে ছক্কা মেরে আরেকটি দলীয় বিশ্ব রেকর্ডে ঠিকই সহায়তা করেছেন লিভিংস্টোন। ইনিংসে ইংল্যান্ড মোট ছক্কা মেরেছে ২৬ টি। ওয়ানডে ইতিহাসের এক ইনিংসে এটিই এখন সর্বাধিক দলীয় ছক্কার রেকর্ড।
ছোট মাঠ, পাওয়ার হিটিংয়ের বিশেষ ব্যাট, রানপ্রসবা উইকেট—আধুনিক ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ৫০০ রান হতে পারে যেকোনো দিন, এমন ভবিষ্যদ্বাণী অনেক দিন হলো করা হচ্ছিল।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়া ইংল্যান্ড এরপর আধুনিক ওয়ানডের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। ৫০ ওভারের সংস্করণে দুইবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে ইংলিশরা। আজ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবু ২ রানের আক্ষেপ যে রয়েই গেল তাদের!
আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ ৪ উইকেটে ৪৯৮ রান করেছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটের ৫১ বছরের ইতিহাসে এটিই এখন দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৪৮১ রানের রেকর্ডটিও ছিল ইংলিশদের। চার বছর আগে আরেকটি জুন মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নজির গড়েছিল এউইন মরগানের দল।
ইংল্যান্ডের রানের ইমারত নির্মাণের দিনে স্বাভাবিকভাবেই রেকর্ড বই তোলপাড়। সেঞ্চুরি করেছেন ফিলিপ সল্ট, ডেভিড মালান ও জস বাটলার। তিনজনই উপহার দিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তবে শেষের জন নেদারল্যান্ডস বোলারদের তুলোধুনো করেছেন। ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস ছিল ১৪ ছক্কা আর ৭ চারে সাজানো। ইনিংসটি খেলার পথে দ্বিতীয় দ্রুততম দেড় শ রানের কীর্তিও গড়েছেন এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বাটলার।
২২ বলে ৬২ রানের মহাপ্রলয় বইয়ে দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তিনি গড়েছেন দ্বিতীয় দ্রুততম (১৭ বলে) ফিফটির রেকর্ড।
ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০০ রানের কীর্তি গড়তে শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩০। ৪৯ তম ওভারে লোগান ফন বিক ৭ রান দিলে কাজটা কঠিন হয়ে পড়ে। শেষ ওভারে শেন স্ন্যাটার ২১ রান দিলে ৪৯৮-এ থামতে হয় ইংলিশদের।
তবে শেষ বলে ছক্কা মেরে আরেকটি দলীয় বিশ্ব রেকর্ডে ঠিকই সহায়তা করেছেন লিভিংস্টোন। ইনিংসে ইংল্যান্ড মোট ছক্কা মেরেছে ২৬ টি। ওয়ানডে ইতিহাসের এক ইনিংসে এটিই এখন সর্বাধিক দলীয় ছক্কার রেকর্ড।
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
২২ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে