ছোট মাঠ, পাওয়ার হিটিংয়ের বিশেষ ব্যাট, রানপ্রসবা উইকেট—আধুনিক ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ৫০০ রান হতে পারে যেকোনো দিন, এমন ভবিষ্যদ্বাণী অনেক দিন হলো করা হচ্ছিল।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়া ইংল্যান্ড এরপর আধুনিক ওয়ানডের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। ৫০ ওভারের সংস্করণে দুইবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে ইংলিশরা। আজ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবু ২ রানের আক্ষেপ যে রয়েই গেল তাদের!
আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ ৪ উইকেটে ৪৯৮ রান করেছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটের ৫১ বছরের ইতিহাসে এটিই এখন দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৪৮১ রানের রেকর্ডটিও ছিল ইংলিশদের। চার বছর আগে আরেকটি জুন মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নজির গড়েছিল এউইন মরগানের দল।
ইংল্যান্ডের রানের ইমারত নির্মাণের দিনে স্বাভাবিকভাবেই রেকর্ড বই তোলপাড়। সেঞ্চুরি করেছেন ফিলিপ সল্ট, ডেভিড মালান ও জস বাটলার। তিনজনই উপহার দিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তবে শেষের জন নেদারল্যান্ডস বোলারদের তুলোধুনো করেছেন। ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস ছিল ১৪ ছক্কা আর ৭ চারে সাজানো। ইনিংসটি খেলার পথে দ্বিতীয় দ্রুততম দেড় শ রানের কীর্তিও গড়েছেন এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বাটলার।
২২ বলে ৬২ রানের মহাপ্রলয় বইয়ে দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তিনি গড়েছেন দ্বিতীয় দ্রুততম (১৭ বলে) ফিফটির রেকর্ড।
ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০০ রানের কীর্তি গড়তে শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩০। ৪৯ তম ওভারে লোগান ফন বিক ৭ রান দিলে কাজটা কঠিন হয়ে পড়ে। শেষ ওভারে শেন স্ন্যাটার ২১ রান দিলে ৪৯৮-এ থামতে হয় ইংলিশদের।
তবে শেষ বলে ছক্কা মেরে আরেকটি দলীয় বিশ্ব রেকর্ডে ঠিকই সহায়তা করেছেন লিভিংস্টোন। ইনিংসে ইংল্যান্ড মোট ছক্কা মেরেছে ২৬ টি। ওয়ানডে ইতিহাসের এক ইনিংসে এটিই এখন সর্বাধিক দলীয় ছক্কার রেকর্ড।
ছোট মাঠ, পাওয়ার হিটিংয়ের বিশেষ ব্যাট, রানপ্রসবা উইকেট—আধুনিক ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ৫০০ রান হতে পারে যেকোনো দিন, এমন ভবিষ্যদ্বাণী অনেক দিন হলো করা হচ্ছিল।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়া ইংল্যান্ড এরপর আধুনিক ওয়ানডের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। ৫০ ওভারের সংস্করণে দুইবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে ইংলিশরা। আজ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবু ২ রানের আক্ষেপ যে রয়েই গেল তাদের!
আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ ৪ উইকেটে ৪৯৮ রান করেছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটের ৫১ বছরের ইতিহাসে এটিই এখন দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৪৮১ রানের রেকর্ডটিও ছিল ইংলিশদের। চার বছর আগে আরেকটি জুন মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নজির গড়েছিল এউইন মরগানের দল।
ইংল্যান্ডের রানের ইমারত নির্মাণের দিনে স্বাভাবিকভাবেই রেকর্ড বই তোলপাড়। সেঞ্চুরি করেছেন ফিলিপ সল্ট, ডেভিড মালান ও জস বাটলার। তিনজনই উপহার দিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তবে শেষের জন নেদারল্যান্ডস বোলারদের তুলোধুনো করেছেন। ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস ছিল ১৪ ছক্কা আর ৭ চারে সাজানো। ইনিংসটি খেলার পথে দ্বিতীয় দ্রুততম দেড় শ রানের কীর্তিও গড়েছেন এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বাটলার।
২২ বলে ৬২ রানের মহাপ্রলয় বইয়ে দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তিনি গড়েছেন দ্বিতীয় দ্রুততম (১৭ বলে) ফিফটির রেকর্ড।
ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০০ রানের কীর্তি গড়তে শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩০। ৪৯ তম ওভারে লোগান ফন বিক ৭ রান দিলে কাজটা কঠিন হয়ে পড়ে। শেষ ওভারে শেন স্ন্যাটার ২১ রান দিলে ৪৯৮-এ থামতে হয় ইংলিশদের।
তবে শেষ বলে ছক্কা মেরে আরেকটি দলীয় বিশ্ব রেকর্ডে ঠিকই সহায়তা করেছেন লিভিংস্টোন। ইনিংসে ইংল্যান্ড মোট ছক্কা মেরেছে ২৬ টি। ওয়ানডে ইতিহাসের এক ইনিংসে এটিই এখন সর্বাধিক দলীয় ছক্কার রেকর্ড।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৭ ঘণ্টা আগে