নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম স্বাচ্ছন্দ্যে বাড়াচ্ছিলেন রানের গতি। পঞ্চম ওভারে খেই হারালেন লিটন। প্রথম ৭ বলে করেছিলেন ৩ রান। পরের দুই বলে অক্ষর প্যাটেলকে ১টি চার ও হার্দিক পান্ডিয়াকে পুল করে চোখজুড়ানো ছক্কা।
ব্যর্থতার চোরাবালিতে আটকে যাওয়া লিটন আভাস দিচ্ছিলেন দারুণ কিছুর। কিন্তু না, পরের বলেই আউট হলেন তাঁর মতো করেই। অফ স্টাম্পের বাইরে সরে পান্ডিয়ার ওয়াইড লাইনের স্লোয়ার ঘুরাতে গিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ দিয়েছেন সূর্যকুমার যাদবকে। ১০ বলে ১৩ রান করে ফেরেন লিটন। পঞ্চম ওভারে ভাঙে ৩৫ রানের ওপেনিং জুটি।
পাওয়ার-প্লেতে বাংলাদেশ তোলে ৪২ রান। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তামিম জুটি বড় করার চেষ্টা করেন। তবে লক্ষ্য অনুযায়ী স্কোর বোর্ডে ওভারপ্রতি রানে হার কমই জমা হচ্ছিল। ১০ম ওভারে কুলদীপ যাদবের এলবিডব্লুর ফাঁদে পড়েন তামিম। ভাঙে ৩১ বলে ৩১ রানের জুটি।
৩১ বলে ২৯ রানে আউট হয়েছেন তামিম। এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৬৭ রান। শান্ত ২১ ও তাওহিদ হৃদয় ১ রানে অপরাজিত আছেন।
এর আগে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পান্ডিয়ার ২০ বলে ৫০ ও রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্তের কার্যকর কয়েকটি ইনিংসের কল্যাণে ৫ উইকেটে ১৯৬ রান তোলে ভারত।
১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম স্বাচ্ছন্দ্যে বাড়াচ্ছিলেন রানের গতি। পঞ্চম ওভারে খেই হারালেন লিটন। প্রথম ৭ বলে করেছিলেন ৩ রান। পরের দুই বলে অক্ষর প্যাটেলকে ১টি চার ও হার্দিক পান্ডিয়াকে পুল করে চোখজুড়ানো ছক্কা।
ব্যর্থতার চোরাবালিতে আটকে যাওয়া লিটন আভাস দিচ্ছিলেন দারুণ কিছুর। কিন্তু না, পরের বলেই আউট হলেন তাঁর মতো করেই। অফ স্টাম্পের বাইরে সরে পান্ডিয়ার ওয়াইড লাইনের স্লোয়ার ঘুরাতে গিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ দিয়েছেন সূর্যকুমার যাদবকে। ১০ বলে ১৩ রান করে ফেরেন লিটন। পঞ্চম ওভারে ভাঙে ৩৫ রানের ওপেনিং জুটি।
পাওয়ার-প্লেতে বাংলাদেশ তোলে ৪২ রান। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তামিম জুটি বড় করার চেষ্টা করেন। তবে লক্ষ্য অনুযায়ী স্কোর বোর্ডে ওভারপ্রতি রানে হার কমই জমা হচ্ছিল। ১০ম ওভারে কুলদীপ যাদবের এলবিডব্লুর ফাঁদে পড়েন তামিম। ভাঙে ৩১ বলে ৩১ রানের জুটি।
৩১ বলে ২৯ রানে আউট হয়েছেন তামিম। এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৬৭ রান। শান্ত ২১ ও তাওহিদ হৃদয় ১ রানে অপরাজিত আছেন।
এর আগে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পান্ডিয়ার ২০ বলে ৫০ ও রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্তের কার্যকর কয়েকটি ইনিংসের কল্যাণে ৫ উইকেটে ১৯৬ রান তোলে ভারত।
যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
৪৩ মিনিট আগেহোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে।
১ ঘণ্টা আগেমেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তবে নাম যেহেতু মেসি, তাঁকে নিয়ে তো আগেভাগে উপসংহারে আসা যায় না। এক ম্যাচ বিরতি দিয়ে এবার করলেন জোড়া গোল। ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।
২ ঘণ্টা আগেভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১৪ ঘণ্টা আগে