Ajker Patrika

দুই লঙ্কান ওপেনারে হতাশার সেশন বাংলাদেশের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২২, ১৫: ৫৯
দুই লঙ্কান ওপেনারে হতাশার সেশন বাংলাদেশের 

মধ্যাহ্নভোজের বিরতির পর আর ৪ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। সেশনের বাকি অংশে দাপট দেখালেন শ্রীলঙ্কার দুই ওপেনার। বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে বিনা উইকেটে ৮৩ রান তুলেছে লঙ্কানরা। ঘুরেফিরে পাঁচ বোলার বোলিং করলেও উইকেট এনে দিতে পারেননি কেউই।

৩১ রানে অপরাজিত থেকে শেষ সেশনের ব্যাটিংয়ে নামবেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাঁর সঙ্গী ওশাদা ফার্নান্দো অপরাজিত আছেন ৫১ রানে। সাকিব আল হাসানকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূরণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচ আউট থেকে বেঁচে যান এই ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওশাদার রান ৪৩। বেঁচে যাওয়া ইনিংসটা কতদূর এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

এর আগে তাইজুল ইসলামের বলে বাংলাদেশের রিভিউতে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওশাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯।

লঙ্কানদের প্রথম ইনিংসের ২২ ওভারে বাংলাদেশ বোলারদের উইকেটের সুযোগ তৈরি বলতে এটুকুই। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২৮১ রানে। দিনের শেষ সেশনে দ্রুত উইকেট ফেলতে না পারলে মুমিনুল হকদের কপালে পড়তে পারে চিন্তার ভাঁজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত