Ajker Patrika

রোহিত-কোহলিদের নিয়ে বাজি হাবিবুল বাশারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ছবি: সংগৃহীত

এবারের চ্যাম্পিয়নস ট্রফি জিতবে কোন দল—ক্রীড়াঙ্গন নিয়ে সময়ের আলোচিত প্রশ্ন এখন এটি। আইসিসির রিভিউ অনুষ্ঠানে সাবেক তারকারা কয়েক সপ্তাহ আগে থেকে এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করেছেন। নিজ নিজ ইউটিউব চ্যানেলে এটি নিয়ে সরব বিভিন্ন দেশের সাবেক তারকারা। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ফেবারিট বলছেন কোন দলকে?

বাশারের বাজি ভারত। কেন ভারত, সেই ব্যাখ্যাও দিয়েছেন লম্বা সময় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার, ‘ভারত দুবাইয়ে আইসিসি বা এসিসির বৈশ্বিক সব টুর্নামেন্ট খেলে অভ্যস্ত। এ ব্যাপারটি ছাড়াও তারা দারুণ ভারসাম্যপূর্ণ দল, যা তাদেরকে ফেবারিট করে তুলেছে।’ বাশার আরও বলেন, ‘দুবাইয়ের কন্ডিশন মাথায় রেখে তারা স্কোয়াডে স্পিনারদের প্রাধান্য দিয়েছে। কারণ, এই কন্ডিশনে স্পিন বড় ভূমিকা রাখে। ভারতের স্পিন আক্রমণ বৈচিত্র্যময় ও কার্যকর। তা ছাড়া দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতেও ভারত সুবিধা পাবে—দর্শক, পরিবেশ, সবকিছুই তাদের পক্ষে থাকবে। তাই মাঠের খেলায় ভারত এগিয়ে থাকবে বলে মনে করি।’

ভারতের বাইরে বাশারের সম্ভাবনাময় অন্য দুই দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, ‘অবশ্যই নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সুযোগ থাকবে। তবে তাদের সেরাটা দিয়ে খেলতে হবে। আমার মতে, ভারতই সেরা দল।’

ভারত ফেবারিট হওয়ার পক্ষে বাশার যেসব যুক্তি দেখিয়েছেন, একই যুক্তিতে ভারতকে ফেবারিট বলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ভারতের সঙ্গে ফাইনালে অস্ট্রেলিয়াকেও দেখছেন তিনি, ‘অস্ট্রেলিয়া ও ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কঠিন। দুই দলেই মেধাবী ক্রিকেটারের ছড়াছড়ি এবং তাদের বড় বড় টুর্নামেন্টের ফাইনাল খেলার রেকর্ড দেখুন, তাতে অনিবার্যভাবে (সম্ভাব্য চ্যাম্পিয়ন) এসে যায় তাদের নাম।’ ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারও ভারতকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলছেন। যদিও অস্ট্রেলিয়াকে হিসাবের বাইরে রেখে সেমির অন্য তিন দল তিনি বেছে নিয়েছেন পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে।

শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুক্তিয়া মুরালিধরন ভারতের সঙ্গে পাকিস্তানকেও ফেবারিট মনে করেন, ‘ভারত ও পাকিস্তান ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে ভালো মানের দল।’ মুরালির মতো এ দুই দলকে ফেবারিট বলছেন পাকিস্তানের শোয়েব আখতার, ‘এ দুই দলের ফাইনালে দেখা হওয়া উচিত। (গ্রুপ পর্বে) ভারত ও নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নেওয়া ‘নাম না শোনা’ বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি কারা

মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া

জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

একই এলাকায় ৫ চরমপন্থী নেতাকে হত্যা করেছিলেন জাসদ গণবাহিনীর এই কালু

২৯ মিলিয়ন ডলার নিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান, যার নাম শোনেনি কেউ: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত