নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় আট বছর ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা নাজমুল হাসান পাপন আর এই দায়িত্বে থাকতে চান না। বেশ কিছু দিন ধরে এমন ইঙ্গিত দিয়ে আসছেন তিনি। যদিও অতীতের দুই নির্বাচনে তাঁর বিপক্ষে দাঁড়ানোর আগ্রহ দেখাননি কেউ। তবে পাপন এবার চান উন্মুক্ত প্যানেলেই হোক নির্বাচন। কিন্তু এতেও যে কেউ সভাপতি হতে আগ্রহ দেখাবেন না, সেটি মনে করিয়ে দিলেন পাপন নিজেই।
আজ মঙ্গলবার মিরপুরে বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (বিসিবি সভাপতি) নিতে চাইবে!’
আবারও কি আপনাকে সভাপতি হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা যেন চ্যালেঞ্জ নিয়ে বলে, আমি সভাপতি হতে চাই। কেউ অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’
ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ে তোলা জরুরি, সেটি মনে করিয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যেখানে নতুনরা দায়িত্ব নিবে। নতুন নেতৃত্ব তৈরি করা উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না।’
সবাই বিসিবির পরিচালক হতে চাইলেও প্রেসিডেন্ট হতে চায় না বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না, কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চেষ্টা করব। আমি বলি না আমি সফল। আমি চাই নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সমর্থন দেব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা হেরে গেলেও সহায়তা দেব। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলছে, আর কারও ইচ্ছা করবে না।’
প্রায় আট বছর ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা নাজমুল হাসান পাপন আর এই দায়িত্বে থাকতে চান না। বেশ কিছু দিন ধরে এমন ইঙ্গিত দিয়ে আসছেন তিনি। যদিও অতীতের দুই নির্বাচনে তাঁর বিপক্ষে দাঁড়ানোর আগ্রহ দেখাননি কেউ। তবে পাপন এবার চান উন্মুক্ত প্যানেলেই হোক নির্বাচন। কিন্তু এতেও যে কেউ সভাপতি হতে আগ্রহ দেখাবেন না, সেটি মনে করিয়ে দিলেন পাপন নিজেই।
আজ মঙ্গলবার মিরপুরে বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (বিসিবি সভাপতি) নিতে চাইবে!’
আবারও কি আপনাকে সভাপতি হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা যেন চ্যালেঞ্জ নিয়ে বলে, আমি সভাপতি হতে চাই। কেউ অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’
ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ে তোলা জরুরি, সেটি মনে করিয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যেখানে নতুনরা দায়িত্ব নিবে। নতুন নেতৃত্ব তৈরি করা উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না।’
সবাই বিসিবির পরিচালক হতে চাইলেও প্রেসিডেন্ট হতে চায় না বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না, কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চেষ্টা করব। আমি বলি না আমি সফল। আমি চাই নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সমর্থন দেব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা হেরে গেলেও সহায়তা দেব। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলছে, আর কারও ইচ্ছা করবে না।’
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে