Ajker Patrika

ভারতের কাছে হারের পর তামিমের কাঠগড়ায় মিরপুরের উইকেট 

আপডেট : ২৩ জুন ২০২৪, ১৮: ২১
ভারতের কাছে হারের পর তামিমের কাঠগড়ায় মিরপুরের উইকেট 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেই নতুন, তা নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিকভাবে কখনোই রান করতে পারেন না। অ্যান্টিগায় গত রাতে ভারতের কাছে হারের পর তামিম ইকবাল তুললেন মিরপুর উইকেটের প্রসঙ্গ। 

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই রহস্যজনক। হঠাৎ করে হাই-স্কোরিং পিচ হলেও বেশিরভাগ সময় পিচ হয়ে যায় ব্যাটারদের বধ্যভূমি। ২০২১ সালে মিরপুরে লো-স্কোরিং পিচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ‘বি’ দল পাঠিয়েছিল। তবে সে বছরই সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ব্যাটিং বান্ধব পিচে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে চরম ভরাডুবি হয় বাংলাদেশের। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ মিরপুরে তেমন টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি ঠিকই। তবে গ্রুপ পর্বে ডালাস, নিউইয়র্ক ও সেন্ট ভিনসেন্টের মতো বধ্যভূমি পিচে খেলে সুপার এইটে ওঠে বাংলাদেশ। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাটিং বান্ধব উইকেট পেলেও পুরনো রোগ থেকে বের হওয়া সম্ভব হয়নি এশিয়ার দলটির। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে সেমির আশা এক রকম শেষ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। ভারতের কাছে হারের পর ক্রিকইনফোতে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে তামিম বলেন, ‘ব্যাটারদের জন্য কঠিন উইকেটে বাংলাদেশ খেলে থাকে। যখন ভালো উইকেটে খেলতে দেওয়া হয়, তখন সাবলীল ব্যাটিং করতে পারে না। ভালো উইকেটে রান করার ব্যাপারটিও আপনার জানতে হবে। আপনার জানতে হবে কোন ধরনের শট খেলার সীমাবদ্ধতা আপনার রয়েছে। বাংলাদেশ যেন ভালো উইকেটে খেলতে পারে, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হবে। মিরপুরে কখনো এমনটা বাংলাদেশ পাবে না।’ 

নিজেদের সর্বোচ্চ ১৫৯ রান বাংলাদেশ এবারের বিশ্বকাপে করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। গ্রুপ পর্বে শান্তর দল সেই স্কোর করেছে সেন্ট ভিনসেন্টে। তবে অ্যান্টিগায় অস্ট্রেলিয়া-ভারত কোনো দলের বিপক্ষেই বাংলাদেশ ১৫০ রান করতে পারেনি। রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে শান্তর প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্তে অবাক তামিম, ‘যখন ব্যাটাররা রান করে, তখন আপনার আত্মবিশ্বাস থাকবে যে ১৬০ অথবা ১৭০ রানের মতো লক্ষ্য তাড়া করে জিততে পারবেন। যখন জানেন যে আপনার ব্যাটাররা ধুঁকছে, তখন বাংলাদেশের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তে আমি বেশ অবাক হয়েছি।’

টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ভারত করেছে ৫ উইকেটে ১৯৬ রান। অথচ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যেন ওয়ানডে খেলছিল। ১০ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৬৭ রান। শেষ পর্যন্ত শান্তর দল হেরে যায় ৫০ রানে। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করলেও শান্ত খেলেছেন ৩২ বল। তামিম বলেন, ‘শান্ত বলল যে তার ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল। তবে বাংলাদেশ তো ম্যাচের ধারেকাছেও ছিল না। বুঝলামই না শান্ত এমন কথা কেন বলল। বাংলাদেশের ব্যাটিং পুরো টুর্নামেন্ট জুড়েই ভুগেছে। এখান থেকে তারা কীভাবে এগোবে, সেটা ভাবার সময় এখন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত