অলরাউন্ডার সাকিব আল হাসানের দেখা মিলছে না অনেক দিন ধরেই। ব্যাটিং-বোলিং কোনো একটিতে ভালো করলেও অপর বিভাগে তাঁর পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—সব জায়গায় দেখা যাচ্ছে একই চিত্র।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন সাকিব। সেখানে আজ একই মাঠে ব্যাটিংটা তুলনামূলক ভালো হয়েছে ঠিকই, তবে বোলিংটা করেছেন যাচ্ছেতাই। সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে সাকিব করেছেন ২৬ বলে ৩৫ রান। মেরেছেন ৬ চার। বোলিংয়ে ২ ওভারে খরচ করেন ২৭ রান। কোনো উইকেট পাননি তিনি। সানফ্রানসিস্কোর ব্যাটাররা তাঁকে যে বেধড়ক পিটুনি দিয়েছেন, সেটা তাঁর ইকোনমিতেই স্পষ্ট। ডট দিয়েছেন ৪টি। হজম করেছেন ৩ ছক্কা ও ১ চার।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে ছক্কার হ্যাটট্রিক করেছেন ফিন অ্যালেন। অ্যালেনের ছক্কাগুলো সীমানা ছেড়ে অনেক দূরে গিয়ে আছড়ে পড়েছে।
সাকিবের এমন পারফরম্যান্সের দিনে হেরেছে তাঁর দল লস অ্যাঞ্জেলেস। ১৬৬ রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান করেছে সানফ্রানসিস্কো। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ফিন অ্যালেন হয়েছেন ম্যাচ-সেরা। এমন দাপুটে জয়ে +২.৫৭৬ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সানফ্রানসিস্কো।এমন বিশাল পরাজয়ের প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসেরও। সাকিবদের নেট রানরেট -০.৭৬৮ এবং তাঁরা অবস্থান করছেন ৪ নম্বরে।
টস জিতে সানফ্রানসিস্কো অধিনায়ক কোরি অ্যান্ডারসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ করেছে লস অ্যাঞ্জেলেস। ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোরার আন্দ্রে রাসেল। মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। হারিস রউফ ও ব্রাউডি ক্রাউচ নিয়েছেন ২টি করে উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন। রউফ দিয়েছেন ৩৮ রান এবং ক্রাউচ খরচ করেন ২৪ রান।
অলরাউন্ডার সাকিব আল হাসানের দেখা মিলছে না অনেক দিন ধরেই। ব্যাটিং-বোলিং কোনো একটিতে ভালো করলেও অপর বিভাগে তাঁর পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—সব জায়গায় দেখা যাচ্ছে একই চিত্র।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন সাকিব। সেখানে আজ একই মাঠে ব্যাটিংটা তুলনামূলক ভালো হয়েছে ঠিকই, তবে বোলিংটা করেছেন যাচ্ছেতাই। সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে সাকিব করেছেন ২৬ বলে ৩৫ রান। মেরেছেন ৬ চার। বোলিংয়ে ২ ওভারে খরচ করেন ২৭ রান। কোনো উইকেট পাননি তিনি। সানফ্রানসিস্কোর ব্যাটাররা তাঁকে যে বেধড়ক পিটুনি দিয়েছেন, সেটা তাঁর ইকোনমিতেই স্পষ্ট। ডট দিয়েছেন ৪টি। হজম করেছেন ৩ ছক্কা ও ১ চার।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে ছক্কার হ্যাটট্রিক করেছেন ফিন অ্যালেন। অ্যালেনের ছক্কাগুলো সীমানা ছেড়ে অনেক দূরে গিয়ে আছড়ে পড়েছে।
সাকিবের এমন পারফরম্যান্সের দিনে হেরেছে তাঁর দল লস অ্যাঞ্জেলেস। ১৬৬ রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান করেছে সানফ্রানসিস্কো। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ফিন অ্যালেন হয়েছেন ম্যাচ-সেরা। এমন দাপুটে জয়ে +২.৫৭৬ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সানফ্রানসিস্কো।এমন বিশাল পরাজয়ের প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসেরও। সাকিবদের নেট রানরেট -০.৭৬৮ এবং তাঁরা অবস্থান করছেন ৪ নম্বরে।
টস জিতে সানফ্রানসিস্কো অধিনায়ক কোরি অ্যান্ডারসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ করেছে লস অ্যাঞ্জেলেস। ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোরার আন্দ্রে রাসেল। মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। হারিস রউফ ও ব্রাউডি ক্রাউচ নিয়েছেন ২টি করে উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন। রউফ দিয়েছেন ৩৮ রান এবং ক্রাউচ খরচ করেন ২৪ রান।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৬ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৭ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১০ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৩ ঘণ্টা আগে