পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে চনমনে বাংলাদেশ দল। সেপ্টেম্বর-অক্টোবরে তাদের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। ভারত সফর সামনে রেখে দেশীয় কোচদের অধীনে অনুশীলনও শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা।
পাকিস্তানকে ধবলধোলাই করে ভারত সিরিজেও দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শরীফুল ইসলাম জানিয়েছেন, ভারতের বিপক্ষেও তাঁরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চান। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে এই পেসার বলেছেন, ‘ভারত পাকিস্তানের থেকে ভালো দল। বড় দল। বড় দলের সঙ্গে আমরা ভালো খেললে সবাই আমাদের সমীহ করবে। বিশ্ব ক্রিকেট আমাদের দেখবে। আমরা যেভাবে চেষ্টা করছি, তাতে আমরা ভালো করব। আমরা চেষ্টা করব জয় দিয়ে সিরিজ শুরু করতে। কারণ, আমরা একটা সিরিজ ভালোভাবে শেষ করতে পারছি।’
শরীফুল বলেছেন প্রস্তুতিটাও তাঁদের ভালো হচ্ছে, ‘আগে আমরা খেলেছি কোকাবুরা বলে। এখন অনুশীলন করছি এসজি বলে। আশা করি সময়ের সঙ্গে দ্রুত আয়ত্ত করে ফেলব সবকিছু। বল নিয়ে আমরা আয়ত্ত করতে পারলে বোলিংটা ভালো হবে।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত। সিরিজ জয়ে তাঁদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গত কয়েক বছরে পেস বোলিং আক্রমণের উন্নতির চিত্রও এটি। বেশ কয়েকজন পেসার রয়েছেন দলে। শরীফুলের মতে, পেসারদের মধ্যে চলমান স্বাস্থ্যকর প্রতিযোগিতাও বাংলাদেশের জন্য ভালো কিছু।
নিজেদের মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে শরীফুল বললেন, ‘আমাদের পেসারদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। আগে একজন খেলত, এখন তিনজন খেলে। বাকিরা বাইরে তৈরি থাকে সুযোগের জন্য। কেউ চোটে পড়লে কিংবা কেউ কোনো কারণে বাদ পড়লে বদলি হিসেবে যে খেলে, সেই অভাবটি বোঝা যায় না। আমি চোটে পড়লাম। তাসকিন ভাই ভালো করল। আমার খুব ভালো লাগছে। এই যে সবাই ভালো করছে। এটা দেখতেও ভালো লাগে। পেসারদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, লড়াই চলছে। লড়াই করে দলে আসছে। আমার মনে হয় বাংলাদেশের জন্য দারুণ কিছু।’
পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে চনমনে বাংলাদেশ দল। সেপ্টেম্বর-অক্টোবরে তাদের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। ভারত সফর সামনে রেখে দেশীয় কোচদের অধীনে অনুশীলনও শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা।
পাকিস্তানকে ধবলধোলাই করে ভারত সিরিজেও দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শরীফুল ইসলাম জানিয়েছেন, ভারতের বিপক্ষেও তাঁরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চান। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে এই পেসার বলেছেন, ‘ভারত পাকিস্তানের থেকে ভালো দল। বড় দল। বড় দলের সঙ্গে আমরা ভালো খেললে সবাই আমাদের সমীহ করবে। বিশ্ব ক্রিকেট আমাদের দেখবে। আমরা যেভাবে চেষ্টা করছি, তাতে আমরা ভালো করব। আমরা চেষ্টা করব জয় দিয়ে সিরিজ শুরু করতে। কারণ, আমরা একটা সিরিজ ভালোভাবে শেষ করতে পারছি।’
শরীফুল বলেছেন প্রস্তুতিটাও তাঁদের ভালো হচ্ছে, ‘আগে আমরা খেলেছি কোকাবুরা বলে। এখন অনুশীলন করছি এসজি বলে। আশা করি সময়ের সঙ্গে দ্রুত আয়ত্ত করে ফেলব সবকিছু। বল নিয়ে আমরা আয়ত্ত করতে পারলে বোলিংটা ভালো হবে।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত। সিরিজ জয়ে তাঁদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গত কয়েক বছরে পেস বোলিং আক্রমণের উন্নতির চিত্রও এটি। বেশ কয়েকজন পেসার রয়েছেন দলে। শরীফুলের মতে, পেসারদের মধ্যে চলমান স্বাস্থ্যকর প্রতিযোগিতাও বাংলাদেশের জন্য ভালো কিছু।
নিজেদের মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে শরীফুল বললেন, ‘আমাদের পেসারদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। আগে একজন খেলত, এখন তিনজন খেলে। বাকিরা বাইরে তৈরি থাকে সুযোগের জন্য। কেউ চোটে পড়লে কিংবা কেউ কোনো কারণে বাদ পড়লে বদলি হিসেবে যে খেলে, সেই অভাবটি বোঝা যায় না। আমি চোটে পড়লাম। তাসকিন ভাই ভালো করল। আমার খুব ভালো লাগছে। এই যে সবাই ভালো করছে। এটা দেখতেও ভালো লাগে। পেসারদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, লড়াই চলছে। লড়াই করে দলে আসছে। আমার মনে হয় বাংলাদেশের জন্য দারুণ কিছু।’
প্রথম দুই ম্যাচ হেরে ধবলধোলাই হওয়ার খুব কাছাকাছি এসে পড়েছিল বাংলাদেশ। এই অবস্থায় করণীয় ছিল একটাই—নিজেদের নিংড়ে দিয়ে খেলা। কিন্তু বাংলাদেশ দলের বাজে এই সিরিজের শেষটাও হলো বাজেভাবে। কাল ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হেরেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে আজ একমাত্র গোলটি এসেছে রাকিব হোসেনের পা থেকে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুটো ম্যাচই রাকিবকে শেষ করতে হয়েছে আক্ষেপ নিয়ে। কারণ বাংলাদেশ যে জয়ের স্বাদ পায়নি।
৮ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
৯ ঘণ্টা আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
৯ ঘণ্টা আগে