নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে কাল বিকেলের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত, রাতে পাকিস্তান-শ্রীলঙ্কা। মেয়েদের এশিয়া কাপে আগের ৮ টুর্নামেন্টে এই চার দলই বিভিন্ন সময় ফাইনালে খেলেছে। সবচেয়ে সফল সাত বারের চ্যাম্পিয়ন ভারত, দাপুটে অবস্থান ধরে রেখে আট বারই ফাইনাল খেলেছে তারা। এবারও দাপটের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ভারত।
গ্রুপ পর্বে ভারতের পারফরমও ছিল চ্যাম্পিয়নদের মতোই, তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের দল। প্রথম ম্যাচে ৩৫ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তানকে, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৮ রানে এবং শেষ ম্যাচে নেপালকে তারা ৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে। নিঃসন্দেহে সেমিফাইনালে বাংলাদেশের সামনে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী বাধা শেফালি-স্মৃতি-জেমিমাহদের ভারত।
শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দারুণভাবে ফিরে এসেছে জ্যোতির দল। সেমিফাইনালে উঠে এখন তাঁদের চোখ ফাইনালে। গতকাল বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জ্যোতি বলেছেন, ‘সেমিফাইনালে উঠেছি। অবশ্যই আমাদের চোখ ফাইনালে। চোখ থাকবে সবারই। বাংলাদেশ থেকে রওনা দেওয়ার আগে আমরা জানিয়েছিলাম, আমাদের লক্ষ্য সেমিফাইনালে ওঠা। সে লক্ষ্য পূরণ হয়েছে। গতবার আমরা সেমিফাইনালে উঠতে পারিনি। এবার যেহেতু সেই জায়গাটা পূরণ হয়েছে, এখন আমাদের সবার নজর ফাইনালে।’
দেশের নারী ক্রিকেটকে আরও একধাপ ওপরে নিতেই শিরোপার লড়াইয়ে নামার প্রত্যয় জ্যোতির, ‘পুরো দল আজ খুব ভালো অনুশীলন করেছে। সেমিফাইনালের আগে পুরো দলের এমন অনুশীলন দলের জন্য ভালো। সবাই ফিট আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। ফাইনালে তাকিয়েই আমরা মাঠে নামব। সবারই ইচ্ছে ফাইনাল খেলার। ২০১৮ এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের নারী ক্রিকেটের একটা বিপ্লবই হয়েছে। আমরা চেষ্টা করব এবারও ভালো কিছু করে যেন নারী ক্রিকেট এগিয়ে নিতে।’
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে কাল বিকেলের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত, রাতে পাকিস্তান-শ্রীলঙ্কা। মেয়েদের এশিয়া কাপে আগের ৮ টুর্নামেন্টে এই চার দলই বিভিন্ন সময় ফাইনালে খেলেছে। সবচেয়ে সফল সাত বারের চ্যাম্পিয়ন ভারত, দাপুটে অবস্থান ধরে রেখে আট বারই ফাইনাল খেলেছে তারা। এবারও দাপটের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ভারত।
গ্রুপ পর্বে ভারতের পারফরমও ছিল চ্যাম্পিয়নদের মতোই, তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের দল। প্রথম ম্যাচে ৩৫ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তানকে, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৮ রানে এবং শেষ ম্যাচে নেপালকে তারা ৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে। নিঃসন্দেহে সেমিফাইনালে বাংলাদেশের সামনে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী বাধা শেফালি-স্মৃতি-জেমিমাহদের ভারত।
শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দারুণভাবে ফিরে এসেছে জ্যোতির দল। সেমিফাইনালে উঠে এখন তাঁদের চোখ ফাইনালে। গতকাল বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জ্যোতি বলেছেন, ‘সেমিফাইনালে উঠেছি। অবশ্যই আমাদের চোখ ফাইনালে। চোখ থাকবে সবারই। বাংলাদেশ থেকে রওনা দেওয়ার আগে আমরা জানিয়েছিলাম, আমাদের লক্ষ্য সেমিফাইনালে ওঠা। সে লক্ষ্য পূরণ হয়েছে। গতবার আমরা সেমিফাইনালে উঠতে পারিনি। এবার যেহেতু সেই জায়গাটা পূরণ হয়েছে, এখন আমাদের সবার নজর ফাইনালে।’
দেশের নারী ক্রিকেটকে আরও একধাপ ওপরে নিতেই শিরোপার লড়াইয়ে নামার প্রত্যয় জ্যোতির, ‘পুরো দল আজ খুব ভালো অনুশীলন করেছে। সেমিফাইনালের আগে পুরো দলের এমন অনুশীলন দলের জন্য ভালো। সবাই ফিট আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। ফাইনালে তাকিয়েই আমরা মাঠে নামব। সবারই ইচ্ছে ফাইনাল খেলার। ২০১৮ এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের নারী ক্রিকেটের একটা বিপ্লবই হয়েছে। আমরা চেষ্টা করব এবারও ভালো কিছু করে যেন নারী ক্রিকেট এগিয়ে নিতে।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে