Ajker Patrika

সাকিবের ব্যর্থতা চলছেই, গায়ানাকে নিয়ে ফাইনালে রংপুর

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৬: ৩৬
এক ম্যাচে ফিফটির পর আর দুই অঙ্কের ঘরই ছুঁতে পারেননি সাকিব। ছবি: ক্রিকইনফো
এক ম্যাচে ফিফটির পর আর দুই অঙ্কের ঘরই ছুঁতে পারেননি সাকিব। ছবি: ক্রিকইনফো

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন সাকিব আল হাসান। করেছিলেন দারুণ এক ফিফটি। কিন্তু পরের তিন ম্যাচে সাকিবের ব্যাট হাসেনি। তাঁর দল দুবাই ক্যাপিটালসের বিদায়ঘণ্টা বেজে গেছে লিগ পর্বেই।

গায়ানার প্রভিডেন্সে গত রাতে সাকিবের দুবাই ক্যাপিটালস খেলেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচেও তিনি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাঁর ব্যর্থতার মাঝেও দুবাইয়ের ম্যাচ জেতার আশা বেঁচে ছিল শেষ ওভার পর্যন্ত। তবে শেষ রক্ষা হয়নি। দুবাইকে ৮ রানে হারিয়ে জিএসএলের দ্বিতীয় আসরের ফাইনালে উঠে গেল রংপুর। শিরোপা ধরে রাখার অভিযানে তারা খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় প্রভিডেন্স স্টেডিয়ামে হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স ফাইনাল।

১৫৯ রানের লক্ষ্যে নেমে ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দুবাই ক্যাপিটালস, যাঁদের মধ্যে দুবাই অধিনায়ক গুলবাদিন নাইব আউট হয়েছেন শূন্য রানে। চাপে পড়া দুবাইয়ের তখন হাল ধরেন সঞ্জয় কৃষ্ণমূর্তি ও সেদিকুল্লাহ আতাল। চতুর্থ উইকেটে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়েন তাঁরা। ১১তম ওভারের পঞ্চম বলে কৃষ্ণমূর্তিকে (২৭) ফিরিয়ে জুটি ভাঙেন রংপুরের রাকিবুল হাসান। কৃষ্ণমূর্তির উইকেট হারানোর পর ছোটখাটো ধস নামে দুবাইয়ের ইনিংসে। ৯ রানে ৩ উইকেট হারিয়ে দলটির স্কোর হয়ে যায় ১২.৪ ওভারে ৬ উইকেটে ৮৫ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দুবাই ক্যাপিটালস একপর্যায়ে ১২ বলে ২৮ রানের সমীকরণের সামনে এসে দাঁড়ায়। হাতে তখন ২ উইকেট। এমন অবস্থায় ১৯তম ওভারে রংপুরের আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে পিটিয়ে ১৯ রান তুলে ফেলে দুবাই, যার মধ্যে দুই ছক্কা ও এক চারে একাই ১৮ রান নিয়েছেন আরেক আফগান ইবরাহিম জাদরান। ইবরাহিমের উইকেট নিয়েই মূলত দুবাইয়ের জয়ের আশা শেষ করে দেন ওমরজাই। ১৯.২ ওভারে দুবাই ১৫০ রানে গুটিয়ে গেলে লিগ পর্বেই শেষ হয়ে যায় তাদের পথচলা।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন ইফতিখার আহমেদ। ৩২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৩ রান। এই ম্যাচে রংপুরের সেরা বোলার সাইফ হাসান নিয়েছেন ৩ উইকেট। ৩ ওভারে খরচ করেন ২০ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান করে রংপুর। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন ইফতিখার। রংপুর মূলত ১৫০ পেরিয়েছে শেষের দিকে সোহানের ক্যামিও ইনিংসে। ৭ নম্বরে নেমে ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। আর এই টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসে সাকিব ৪ ম্যাচে করেন ৭২ রান, যার মধ্যে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষেই ছিল তাঁর ৫৮ রানের ইনিংস।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ সময় আজ ভোরে। প্রভিডেন্স স্টেডিয়ামে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২১ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। টস জিতে আগে ব্যাটিং নিয়ে হোবার্ট ১৬.১ ওভারে ১২৫ রানে গুটিয়ে গেছে। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে গায়ানার লেগেছে ৯৯ বল। ১০ বলে ৬ ছক্কায় ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন গায়ানার মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাঁর সতীর্থ গুড়াকেশ মোতি। ১৩ বলে ১৯ রান করেছেন। বোলিংয়ে ৯ রানে ৩ উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত