আমিনুল ইসলাম বুলবুল
১৯৯৮ মিনি বিশ্বকাপ যখন আয়োজন হয়, আমি তখন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে মাঠে গিয়ে খেলা দেখার জন্য ক্রিকেট বোর্ড থেকে কোনো ম্যাচের টিকিট দেওয়া হয়নি। তাই মাঠে বসে টুর্নামেন্টটা দেখা হয়নি আমার। আমি তখন একটি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখেছিলাম টেলিভিশনে খেলা দেখে। এত বড় টুর্নামেন্ট আয়োজন করায় বাংলাদেশের কাছে তা অনেক বড় প্রাপ্তি হলেও আমার কাছে স্মরণীয় কোনো স্মৃতি নেই। কারণ, আমি ওই টুর্নামেন্টের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলাম না।
ঢাকায় অনুষ্ঠিত সেই ১৯৯৮ মিনি বিশ্বকাপ নানা বাঁক ঘুরে আজকের চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের তাৎপর্য হচ্ছে, এখানে সেরা আটটি দল খেলছে। এটি ‘এক্সট্রা অর্ডিনারি প্রিমিয়াম টুর্নামেন্ট’। ৫০ ওভারের সবচেয়ে আকর্ষণীয় আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট মনে হয় এটিকে। যদিও ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করা যায় না। তবে এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে টুর্নামেন্ট।
বাংলাদেশ সেরা আটে থেকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গেছে—যেটা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে পারেনি। অবশ্যই বড় অর্জন। বাংলাদেশ যে গ্রুপে আছে, সেটি যেমন কঠিন, আবার ভ্রমণের ঝক্কিও থাকছে। মনেপ্রাণে চাই, বাংলাদেশ ভালো করুক। আমাদের পরিকল্পনা যে কতটা দুর্বল, খুব বেশি আশা করতে পারছি না। ক্রিকেটাররা ২০ ওভারের ক্রিকেট খেলে ৫০ ওভারের প্রতিযোগিতায় এসেছে। তাদের প্রস্তুতি, দক্ষতা, সাম্প্রতিক ফর্ম—সব মিলিয়ে আমার মনে হয় না বড় কিছু আশা করা যায়।
এবার ‘প্রস্তুতি’ শব্দটাই আসে না বাংলাদেশ দলের এই পরিকল্পনার সঙ্গে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিকল্পনা কতটা দুর্বল, সেটিরই প্রমাণ এটা। ইতিবাচক কিছু বলতে পারলে ভালো লাগত। কিন্তু দলের পরিকল্পনা-প্রস্তুতির ধরন দেখে সেটা বলা কঠিনই।
লেখক: জাতীয় দলের সাবেক অধিনায়ক
১৯৯৮ মিনি বিশ্বকাপ যখন আয়োজন হয়, আমি তখন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে মাঠে গিয়ে খেলা দেখার জন্য ক্রিকেট বোর্ড থেকে কোনো ম্যাচের টিকিট দেওয়া হয়নি। তাই মাঠে বসে টুর্নামেন্টটা দেখা হয়নি আমার। আমি তখন একটি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখেছিলাম টেলিভিশনে খেলা দেখে। এত বড় টুর্নামেন্ট আয়োজন করায় বাংলাদেশের কাছে তা অনেক বড় প্রাপ্তি হলেও আমার কাছে স্মরণীয় কোনো স্মৃতি নেই। কারণ, আমি ওই টুর্নামেন্টের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলাম না।
ঢাকায় অনুষ্ঠিত সেই ১৯৯৮ মিনি বিশ্বকাপ নানা বাঁক ঘুরে আজকের চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের তাৎপর্য হচ্ছে, এখানে সেরা আটটি দল খেলছে। এটি ‘এক্সট্রা অর্ডিনারি প্রিমিয়াম টুর্নামেন্ট’। ৫০ ওভারের সবচেয়ে আকর্ষণীয় আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট মনে হয় এটিকে। যদিও ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করা যায় না। তবে এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে টুর্নামেন্ট।
বাংলাদেশ সেরা আটে থেকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গেছে—যেটা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে পারেনি। অবশ্যই বড় অর্জন। বাংলাদেশ যে গ্রুপে আছে, সেটি যেমন কঠিন, আবার ভ্রমণের ঝক্কিও থাকছে। মনেপ্রাণে চাই, বাংলাদেশ ভালো করুক। আমাদের পরিকল্পনা যে কতটা দুর্বল, খুব বেশি আশা করতে পারছি না। ক্রিকেটাররা ২০ ওভারের ক্রিকেট খেলে ৫০ ওভারের প্রতিযোগিতায় এসেছে। তাদের প্রস্তুতি, দক্ষতা, সাম্প্রতিক ফর্ম—সব মিলিয়ে আমার মনে হয় না বড় কিছু আশা করা যায়।
এবার ‘প্রস্তুতি’ শব্দটাই আসে না বাংলাদেশ দলের এই পরিকল্পনার সঙ্গে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিকল্পনা কতটা দুর্বল, সেটিরই প্রমাণ এটা। ইতিবাচক কিছু বলতে পারলে ভালো লাগত। কিন্তু দলের পরিকল্পনা-প্রস্তুতির ধরন দেখে সেটা বলা কঠিনই।
লেখক: জাতীয় দলের সাবেক অধিনায়ক
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১০ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১১ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১২ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১২ ঘণ্টা আগে