নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই বছরের জুলাইয়ে নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন ইবাদত হোসেন। বোলিং অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয় তাঁকে। আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি।
সেই সময় প্রায় মাসখানেক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি ইবাদতের। ফলে এশিয়া কাপের পর বিশ্বকাপ থেকেও ছিটকে যান এই পেসার। শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করাতে হলো তাঁকে। তাতেই শেষ হয় তাঁর ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন।
তবে অস্ত্রোপচারের পরও দ্রুত মাঠে ফেরা হচ্ছে না ইবাদতের। বরং আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হচ্ছে তাঁর। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আগামী বছর আগস্ট-সেপ্টেম্বরের আগে ফিরতে পারবেন না ইবাদত। আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাঁকে বাংলাদেশ দলে না দেখার সম্ভাবনাই বেশি।
ইবাদতের ফেরা নিয়ে নান্নু বলেছেন, ‘ইবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। পরবর্তী মৌসুম মানে আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেটা দিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা হালনাগাদ তথ্য আছে। ও যে পুনর্বাসনের মধ্যে আছে, এর আগে ফেরা সম্ভব নয়। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না দিলে বলতে পারব না।’
এর আগে ইবাদতকে দেখা যাবে না আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল), মার্চে শ্রীলঙ্কা সিরিজ ও এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজেও। এই বছরের আগস্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হয় ইবাদতের। চোটে পড়ার আগের এক বছরে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন ইবাদত। কিন্তু ছিটকে গেলেন এক বছরের বেশি সময়ের জন্য।
এই বছরের জুলাইয়ে নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন ইবাদত হোসেন। বোলিং অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয় তাঁকে। আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি।
সেই সময় প্রায় মাসখানেক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি ইবাদতের। ফলে এশিয়া কাপের পর বিশ্বকাপ থেকেও ছিটকে যান এই পেসার। শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করাতে হলো তাঁকে। তাতেই শেষ হয় তাঁর ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন।
তবে অস্ত্রোপচারের পরও দ্রুত মাঠে ফেরা হচ্ছে না ইবাদতের। বরং আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হচ্ছে তাঁর। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আগামী বছর আগস্ট-সেপ্টেম্বরের আগে ফিরতে পারবেন না ইবাদত। আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাঁকে বাংলাদেশ দলে না দেখার সম্ভাবনাই বেশি।
ইবাদতের ফেরা নিয়ে নান্নু বলেছেন, ‘ইবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। পরবর্তী মৌসুম মানে আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেটা দিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা হালনাগাদ তথ্য আছে। ও যে পুনর্বাসনের মধ্যে আছে, এর আগে ফেরা সম্ভব নয়। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না দিলে বলতে পারব না।’
এর আগে ইবাদতকে দেখা যাবে না আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল), মার্চে শ্রীলঙ্কা সিরিজ ও এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজেও। এই বছরের আগস্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হয় ইবাদতের। চোটে পড়ার আগের এক বছরে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন ইবাদত। কিন্তু ছিটকে গেলেন এক বছরের বেশি সময়ের জন্য।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৪ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৭ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৭ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৮ ঘণ্টা আগে