ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত এখন আর নিয়মিত নন। তাঁকে এখন বাংলাদেশের একাদশে দেখা যায় কালেভদ্রে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলার সুযোগ হয়নি শান্তর।
লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন যুগের সূচনা করেছে বাংলাদেশ কদিন আগেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে লিটনকে। তাঁর নেতৃত্বে আমিরাত সিরিজের তিন টি-টোয়েন্টি ও গত রাতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ চার ম্যাচ খেললেও শান্ত সুযোগ পেয়েছেন এক ম্যাচে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে গত রাতে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, ‘শান্তকে তো আজ দেখলাম না। তাদের ভালো এক ব্যাটার শান্ত।’
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১.২ ওভারে ২ উইকেটে ৫ রান। এমন পরিস্থিতিতে তৃতীয় উইকেটে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা ও মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩১ রান করেছেন হারিস। আর পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে নেমে তানজিদ হাসান তামিম ঝোড়ো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন তানজিদ তামিম। আর বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন। জাকের আলী অনিক (৩৬) চেষ্টা করলেও সেটা শুধু বাংলাদেশের হারের ব্যবধান কমাতে পেরেছে। পাকিস্তানের ৩৭ রানে ম্যাচ জয়ের পর বাসিত বলেন, ‘মোহাম্মদ হারিস যেভাবে খেলেছে তানজিদ হাসান তামিম একই ধাঁচেই খেলেছে। অনেক ভালো খেলেছে। লিটনও ৪৮ রান করেছে। জাকেরের ছক্কাটা খুব ভালো ছিল। এই তিন ব্যাটার ভালো করেছে।’
সালমান গত রাতে ছিলেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ৩৪ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ১ উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শাদাব খান। ২৫ বলে ৪৮ রানের ইনিংসের পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৬ রান। ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ। হাসান আলী নিয়েছেন ৫ উইকেট। ৩৭ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন পাকিস্তান। হাসান-শাদাবদের প্রশংসা করেন বাসিত।
২০২৪-২৫ বিপিএলে শান্ত খেলেন ফরচুন বরিশালের হয়ে। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন সেই দলে একাদশে নিয়মিত ছিলেন না শান্ত। আর বাংলাদেশের সবশেষ চার টি-টোয়েন্টির মধ্যে একটিতে যে শান্ত খেলতে পেরেছেন, সেটাও সতীর্থর চোটের কারণে। আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমন না খেলায় একাদশে সুযোগ পেয়েছিলেন শান্ত।
আরও পড়ুন:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত এখন আর নিয়মিত নন। তাঁকে এখন বাংলাদেশের একাদশে দেখা যায় কালেভদ্রে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলার সুযোগ হয়নি শান্তর।
লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন যুগের সূচনা করেছে বাংলাদেশ কদিন আগেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে লিটনকে। তাঁর নেতৃত্বে আমিরাত সিরিজের তিন টি-টোয়েন্টি ও গত রাতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ চার ম্যাচ খেললেও শান্ত সুযোগ পেয়েছেন এক ম্যাচে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে গত রাতে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, ‘শান্তকে তো আজ দেখলাম না। তাদের ভালো এক ব্যাটার শান্ত।’
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১.২ ওভারে ২ উইকেটে ৫ রান। এমন পরিস্থিতিতে তৃতীয় উইকেটে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা ও মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩১ রান করেছেন হারিস। আর পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে নেমে তানজিদ হাসান তামিম ঝোড়ো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন তানজিদ তামিম। আর বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন। জাকের আলী অনিক (৩৬) চেষ্টা করলেও সেটা শুধু বাংলাদেশের হারের ব্যবধান কমাতে পেরেছে। পাকিস্তানের ৩৭ রানে ম্যাচ জয়ের পর বাসিত বলেন, ‘মোহাম্মদ হারিস যেভাবে খেলেছে তানজিদ হাসান তামিম একই ধাঁচেই খেলেছে। অনেক ভালো খেলেছে। লিটনও ৪৮ রান করেছে। জাকেরের ছক্কাটা খুব ভালো ছিল। এই তিন ব্যাটার ভালো করেছে।’
সালমান গত রাতে ছিলেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ৩৪ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ১ উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শাদাব খান। ২৫ বলে ৪৮ রানের ইনিংসের পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৬ রান। ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ। হাসান আলী নিয়েছেন ৫ উইকেট। ৩৭ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন পাকিস্তান। হাসান-শাদাবদের প্রশংসা করেন বাসিত।
২০২৪-২৫ বিপিএলে শান্ত খেলেন ফরচুন বরিশালের হয়ে। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন সেই দলে একাদশে নিয়মিত ছিলেন না শান্ত। আর বাংলাদেশের সবশেষ চার টি-টোয়েন্টির মধ্যে একটিতে যে শান্ত খেলতে পেরেছেন, সেটাও সতীর্থর চোটের কারণে। আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমন না খেলায় একাদশে সুযোগ পেয়েছিলেন শান্ত।
আরও পড়ুন:
অস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।
১৮ মিনিট আগে২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
৪২ মিনিট আগেবার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
১ ঘণ্টা আগেকলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১ ঘণ্টা আগে