Ajker Patrika

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২২, ১৪: ২৭
৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

গ্যালারিপূর্ণ মাঠে হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ। এই সিরিজেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) বিধিনিষেধ মেনে দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মিরপুরে সিরিজের টাইটেল স্পনসর ঘোষণাকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, বিশ্বব্যাপী করোনার বিধিনিষেধ থাকায় এই সিরিজেও থাকছে ভ্যাকসিন কার্ড প্রদর্শনের বিষয়টি।

তবে এই সিরিজে দর্শকদের জন্য সুখবর, চট্টগ্রাম ও ঢাকা দুই টেস্টেই ৫০ টাকার সর্বনিম্ন টিকিটে খেলা দেখার সুযোগ থাকছে। আগামী ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। প্রতিটি ম্যাচের টিকিট আগের দিন সংগ্রহ করতে পারবেন দর্শকেরা। প্রথম টেস্টের টিকিট পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড়ে এবং দ্বিতীয় টেস্টের টিকিট পাওয়া যাবে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।

চট্টগ্রামে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে—গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, রোফটপ ৫০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, ইস্টার্ন স্ট্যান্ড ১০০, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০। আর মিরপুরে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে—গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি ৩০০, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০, ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত