Ajker Patrika

জরুরি অবস্থার শঙ্কা উড়িয়ে ঢাকায় শ্রীলঙ্কা দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২২, ১৪: ৫৫
জরুরি অবস্থার শঙ্কা উড়িয়ে ঢাকায় শ্রীলঙ্কা দল

শ্রীলঙ্কায় চলছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। এমন পরিস্থিতিতে লঙ্কানদের বাংলাদেশ সফর নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা দূর করে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছেন দিমুথ করুনারত্নেরা। আজ দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় পা রাখেন তাঁরা।

বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল লঙ্কানদের। তবে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছে তারা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠবে সফরকারীরা। আজ সেখানে তাদের করোনা পরীক্ষা হওয়ার কথা আছে। পরীক্ষার ফল নেগেটিভ সাপেক্ষে ৯ আর ১০ মে অনুশীলনে নামবে তারা।

আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল, যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায়। সিরিজ শেষে ২৮ মে দুপুর ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশ ছাড়ার কথা সফরকারীদের।

SL-Teamশ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:

দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত