Ajker Patrika

বিপিএলেও কাঁপানোর ‘হুংকার’ তামিমের

অনলাইন ডেস্ক
ঝোড়ো ফিফটি করে চট্টগ্রামকে প্রথম জয় এনে দিয়েছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি
ঝোড়ো ফিফটি করে চট্টগ্রামকে প্রথম জয় এনে দিয়েছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচটা তামিম ইকবাল রাঙাতে পারেননি। ২৪ ঘণ্টা না যেতেই দেখা গেল ভিন্ন এক তামিমকে। সিলেটের বিপক্ষে আজ ঝোড়ো ইনিংস খেলেছেন। এই ফর্মটা টেনে নিয়ে যেতে চান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

সিলেট একাডেমি মাঠে আজ সকালের ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন তামিম। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর ৫০তম ফিফটি। সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় তামিম করেন ৬৫ রান। মাইলফলক স্পর্শ করার পর তাঁর অনুভূতি কী-এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের এই তারকা ওপেনার বলেন, ‘জেনে ভালো লাগল। ৫০টা ফিফটি অবশ্যই ভালো ব্যাপার। আমার ক্যারিয়ার এখন এমন এক পর্যায়ে, যে দলই নেবে আমাকে ভালো করতে হবে। যতটা পারি তরুণ ক্রিকেটারদের সাহায্য করার চেষ্টা করি। তাই অর্জনটা ভালো। তবে যেটা আপনাকে বললাম, দুই তিনটা ম্যাচ ভালোভাবে শেষ করে তারপর বিপিএল ইনশা আল্লাহ।’

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম দিয়ে ৭ মাস পর মাঠের ক্রিকেটে ফিরলেন তামিম। রংপুরের বিপক্ষে গতকাল নিজেদের প্রথম ম্যাচে তামিমের চট্টগ্রাম হেরেছিল ৫ উইকেটে। তাঁর ব্যাটে এসেছিল ১৩ রান। পরের ম্যাচেই তামিমের দল চট্টগ্রাম পায় টুর্নামেন্টের প্রথম জয়। ঝোড়ো ফিফটিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জেতেন তামিম। এনসিএল টি-টোয়েন্টিটা তাই তামিম গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশের তারকা ব্যাটার বলেন, ‘খুবই বিশেষ। বিশেষ করে আমার জন্য ম্যাচ খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই ৪-৫টা ম্যাচ আমি খেলব। বেশি দিন বাইরে থাকলে অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। প্রথম ম্যাচ গেল, দ্বিতীয় ম্যাচ মাশাআল্লাহ ভালোই হলো।’

২৪ ডিসেম্বর শেষ হচ্ছে এনসিএলের টি-টোয়েন্টি সংস্করণের প্রথম আসর। এক সপ্তাহ না যেতেই শুরু বিপিএল (৩০ ডিসেম্বর)। এই বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল নামবে শিরোপা ধরে রাখার মিশনে। বাংলাদেশের তারকা ব্যাটার বলেন,‘আশা করি, সামনে যে দুই-তিনটা ম্যাচ পাই আমি,আমার জন্য খেলা গুরুত্বপূর্ণ বিপিএলের জন্য। সবাই জানে বিপিএল গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টও গুরুত্বপূর্ণ।’

এনসিএলের প্রথম দুই দিনে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্যপূর্ণ লড়াই দেখা গেছে। সিলেটের জিসান আলম ঝোড়ো সেঞ্চুরি করেছেন গতকাল। একই দলের সৈয়দ খালেদ আহমেদ বোলিংয়ে ঝলক দেখিয়েছেন। ২০০-এর ওপরে রান করে ম্যাচ হারের ঘটনা রয়েছে। তেমনি ১৪০-এর নিচে রান করেও ম্যাচ জেতা গেছে এবারের টুর্নামেন্টে।

বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি খেলে দেশীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন নুরুল হাসান সোহান। বরিশালের বিপক্ষে আজ ১ রানের রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর খুলনার অধিনায়ক সোহান বলেন, ‘অনেক দিন পরে হয়তো এমন একটা টুর্নামেন্ট হচ্ছে বিপিএলের আগে। এটা আমাদের কাছে মনে হয় বিপিএলের জন্য অনেক বেশি কাজে দেবে। সব সময় আমরা দেখি যে বিপিএলে অনেক বেশি বিদেশিরা পারফর্ম করে। দেশিরাও পারফর্ম করি একসঙ্গে। এই বছর (বিপিএল) আমার মনে হয়, সেরা বোলার বা সেরা ব্যাটার সব কিছুই দেশিদের হওয়ার সম্ভাবনা খুব বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত