নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রীষ্মের প্রখর রোদে পূর্ণ উদ্যমে অনুশীলন করে যাচ্ছেন লিটন-মেহেদীরা। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভাষায়, ‘সত্যিই অমানুষের মতো পরিশ্রম’। আগামী সপ্তাহে জাতীয় দল যাবে আরব আমিরাতে, সেখানে খেলবে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটা খেলতে বাংলাদেশ দল দুবাইয়ে যাবে ১৪ মে। কিন্তু সেখান থেকে কি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ?
গতকাল পর্যন্ত বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক ক্রীড়াসূচি ঝুলে গেছে। যদিও দুই দিন আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়েও রয়ে গেছে ঘোর অনিশ্চয়তা। পাকিস্তানের জিও নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অবশিষ্ট ম্যাচগুলো রাওয়ালপিন্ডিতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়েছে, যেন বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে রাখে এবং স্থানীয়দের প্রস্তুত থাকতে বলে। সব দলকে ইসলামাবাদে জড়ো করার চেষ্টা চলছে। এই পরিকল্পনার পেছনে রয়েছে পিএসএল স্থগিত হওয়ার প্রেক্ষাপট, যা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশেই করা হয়েছে। একই সঙ্গে পিসিবি তাদের ঘরোয়া তিনটি টুর্নামেন্টও স্থগিত করেছে।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ঘরোয়া টুর্নামেন্টগুলো পুনরায় কবে শুরু হবে এবং তখন সংশোধিত সূচি জানানো হবে। পাকিস্তানের একাধিক ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, যুদ্ধবিরতির ফলে যদি পিএসএল আবার মাঠে গড়ায়, তাহলে বাংলাদেশের সিরিজটিও পাকিস্তানের মাটিতেই আয়োজন করতে চায় তারা। নাহলে সিরিজটি বাতিল হয়ে যেতে পারে। পিসিবি কোনোভাবেই এই সিরিজটি দুবাইয়ে আয়োজন করতে চায় না। তাতে শুধু মাঠ ভাড়া বাবদ খরচই পাকিস্তানি মুদ্রায় ২০ কোটি ছাড়িয়ে যাবে। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে পিসিবির জন্য এত বড় ব্যয়ভার নেওয়া কঠিন। সিরিজ আয়োজনের একমাত্র সম্ভাব্য ভেন্যু তাই পাকিস্তানই।
গতকাল দলের প্রস্তুতির ফাঁকে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন পাকিস্তান সিরিজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজ হবে কি না, সেটা আমাদের বলার বিষয় না। সিদ্ধান্তটা পিসিবির।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল সূত্র বলছে, আপাতত পুরো মনোযোগ আরব আমিরাত সফরে। পাকিস্তান সিরিজ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের ঘোষণা দেয়নি, বিসিবিও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে অপেক্ষা করছে। সূত্র আরও জানায়, পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া জানাবে বিসিবি।
গ্রীষ্মের প্রখর রোদে পূর্ণ উদ্যমে অনুশীলন করে যাচ্ছেন লিটন-মেহেদীরা। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভাষায়, ‘সত্যিই অমানুষের মতো পরিশ্রম’। আগামী সপ্তাহে জাতীয় দল যাবে আরব আমিরাতে, সেখানে খেলবে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটা খেলতে বাংলাদেশ দল দুবাইয়ে যাবে ১৪ মে। কিন্তু সেখান থেকে কি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ?
গতকাল পর্যন্ত বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক ক্রীড়াসূচি ঝুলে গেছে। যদিও দুই দিন আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়েও রয়ে গেছে ঘোর অনিশ্চয়তা। পাকিস্তানের জিও নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অবশিষ্ট ম্যাচগুলো রাওয়ালপিন্ডিতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়েছে, যেন বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে রাখে এবং স্থানীয়দের প্রস্তুত থাকতে বলে। সব দলকে ইসলামাবাদে জড়ো করার চেষ্টা চলছে। এই পরিকল্পনার পেছনে রয়েছে পিএসএল স্থগিত হওয়ার প্রেক্ষাপট, যা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশেই করা হয়েছে। একই সঙ্গে পিসিবি তাদের ঘরোয়া তিনটি টুর্নামেন্টও স্থগিত করেছে।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ঘরোয়া টুর্নামেন্টগুলো পুনরায় কবে শুরু হবে এবং তখন সংশোধিত সূচি জানানো হবে। পাকিস্তানের একাধিক ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, যুদ্ধবিরতির ফলে যদি পিএসএল আবার মাঠে গড়ায়, তাহলে বাংলাদেশের সিরিজটিও পাকিস্তানের মাটিতেই আয়োজন করতে চায় তারা। নাহলে সিরিজটি বাতিল হয়ে যেতে পারে। পিসিবি কোনোভাবেই এই সিরিজটি দুবাইয়ে আয়োজন করতে চায় না। তাতে শুধু মাঠ ভাড়া বাবদ খরচই পাকিস্তানি মুদ্রায় ২০ কোটি ছাড়িয়ে যাবে। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে পিসিবির জন্য এত বড় ব্যয়ভার নেওয়া কঠিন। সিরিজ আয়োজনের একমাত্র সম্ভাব্য ভেন্যু তাই পাকিস্তানই।
গতকাল দলের প্রস্তুতির ফাঁকে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন পাকিস্তান সিরিজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজ হবে কি না, সেটা আমাদের বলার বিষয় না। সিদ্ধান্তটা পিসিবির।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল সূত্র বলছে, আপাতত পুরো মনোযোগ আরব আমিরাত সফরে। পাকিস্তান সিরিজ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের ঘোষণা দেয়নি, বিসিবিও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে অপেক্ষা করছে। সূত্র আরও জানায়, পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া জানাবে বিসিবি।
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
১৫ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে