Ajker Patrika

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ মে ২০২৫, ২২: ০৮
চট্টগ্রামে হত্যা মামলায় নারীসহ দুজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে হত্যা মামলায় নারীসহ দুজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

প্রেমের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতানোর পর চট্টগ্রামের পাহাড়তলীতে রনজিৎ দত্ত (৫৪) নামের এক ব্যক্তিকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নগরীর পাহাড়তলী বাজারের অপর একটি বাড়ির ছাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলেছে, নিহত ব্যক্তি মূলত একটি অপরাধী চক্রের হাতে পড়েছিলেন। চক্রের নারী সদস্যরা বিভিন্ন পেশাজীবীকে টার্গেট করে মূলত প্রেমের ফাঁদ পাতেন। পরে সুযোগ বুঝে বাসায় ডেকে এনে টাকা-পয়সা সব হাতিয়ে নিয়ে যান।

আজ রোববার বিকেলে নগরীর দামপাড়া সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এসব তথ্য জানান।

এর আগে নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা হত্যা মামলায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুনা আক্তার (৩৫) ও তাঁর কথিত স্বামী ইব্রাহিম খলিল্লাহ ওরফে মিজান (৫০)। এর মধ্যে রুনা সীতাকুণ্ড থানার মধ্যম সেলিমপুর গ্রামের বাসিন্দা আর মিজান ফেনীর সোনাগাজী থানার সোনাপুর গ্রামের বাসিন্দা।

নিহত রনজিৎ চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরবাদ এলাকার বাসিন্দা। তিনি জিসকা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার ছিলেন। নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় তিনি স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

সংবাদ সম্মেলনে উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, এই হত্যাকাণ্ড একটি হানিট্র্যাপের মতো বিষয়। রনজিৎ দত্তের সঙ্গে রুনা আক্তার একটি সম্পর্ক তৈরি করেন। এরপর তাঁকে ফাঁদে ফেলে একটি বাসায় এনে নেশাজাতীয় দ্রব্য সেবনের মাধ্যমে অচেতন করেন। পরে তাঁর কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন।

পরে রনজিৎ এই ঘটনা পুলিশকে জানিয়ে দিতে পারেন—এমন ভয় থেকে তাঁকে ভবনের ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন। এতে মৃত্যু হয় রনজিতের।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘চক্রটি চাকরিজীবী, পেশাজীবী ও বিত্তবানদের টার্গেট করে। ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়। চক্রটি আরও কতজনকে এমন ফাঁদে ফেলেছে, তা আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারব। রুনা আক্তারের পেশা মূলত প্রেমের ভাণ করে বিভিন্নজনকে ফাঁদে ফেলা। নিহত রনজিতের আগে বিভিন্ন সময় রুনা আক্তারের বাসায় যাতায়াত ছিল।’

উপকমিশনার বলেন, ‘আমরা ৮ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করি। গতকাল রাত ১২টার দিকে পাহাড়তলী বাজারে ভাড়া বাসা থেকে প্রথমে রুনা আক্তারকে ও পরে তাঁর দেওয়া তথ্যে ইব্রাহিমকে দেওয়ানহাট থেকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিমের দেখানোমতে আমরা ভিকটিমের মোবাইল, স্যান্ডেল ইত্যাদি উদ্ধার করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত