আহমেদ রিয়াদ, ঢাকা
২০২৩ এশিয়া কাপে নাঈম শেখের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল! একেবারেই ভালো করতে পারছিলেন না টুর্নামেন্টে। আর তাতেই সমালোচনার তির আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষাক্ত ট্রলিংয়ে বিধ্বস্ত হয়ে পড়েন নাঈম। ২০২৩ এশিয়া কাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তাঁর।
তবে গত দুই মাসে অন্য নাঈম শেখকেই দেখা যাচ্ছে। ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১.৬০ গড়ে ৩১৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ফর্মটা তিনি টেনে এনেছেন এই বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে ধারাবাহিক ভালো খেলছেন। ১৩ ম্যাচে ৪৯২ রান করে নাঈম সর্বোচ্চ রান সংগ্রাহক। স্ট্রাইকরেট দেড় শর কাছাকাছি। ৩০ ছক্কা মেরে তিনি ছক্কার তালিকায় দুইয়ে। শেষ দিকে চলে আসা ২০২৫ বিপিএলে রান সংগ্রহে নাঈমকে টপকে যাওয়া কঠিনই। বরং তাঁর সামনে আছে দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের করে নেওয়ার দারুণ এক সুযোগ নাঈমের সামনে। বর্তমানে রেকর্ডটি রয়েছে নাজমুল হোসেন শান্তর অধিকারে, ২০২৩ বিপিএলে করেছিলেন ৫১৬ রান।
গতকাল দলের ঐচ্ছিক অনুশীলন উপেক্ষা করেননি নাঈম, করেছেন নিবিড় অনুশীলন। ছোটবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে তিন ঘণ্টার ব্যাটিং সেশনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, তাই টি-টোয়েন্টির জন্য বিশেষ সব শট অনুশীলনে গুরুত্ব দিয়েছেন। ঝালিয়ে নিয়েছেন আক্রমণাত্মক সব শট। কাল রাতে যখন আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নাঈমের, তখন তিনি টিম হোটেলে ফিটনেস নিয়ে কাজ করছিলেন। জিম সেশনের ফাঁকে বাঁহাতি ওপেনার বলেন, ‘আমরা সেরাটা দিয়ে খেলেছি এবার। চেষ্টা করেছি ইনিংস বড় করার এবং দলের জন্য সর্বোচ্চ দেওয়ার। কালও (আজ) সর্বোচ্চটা দিয়ে দলকে জেতানোর চেষ্টা থাকবে। ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ। কারণ, ফিট না থাকলে মাঠে ভালো খেলতে পারব না। আমার মনে হয়েছে, আমাকে আমার সেরা ছন্দে ফিরতে হবে।’
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণেও নাঈম ছিলেন দারুণ ছন্দে। তবে তাঁর দল ঢাকা মহানগর হেরে যায় রংপুর বিভাগের কাছে। এবার খুলনা টাইগার্সকে ফাইনালে তোলার তাড়া নাঈমের সামনে। এ মুহূর্তে ব্যক্তিগত রেকর্ড নিয়ে তাই ভাবছেন না নাঈম। বললেন, ‘রেকর্ড জানি না। আমার কাজ পারফর্ম করা। পারফর্ম করলে অনেক কিছুই হয়। কালকের (আজকের) ম্যাচে ভালো ক্রিকেট খেলতে হবে। এসব নিয়ে এখন চিন্তা করছি না।’
খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন নাঈমের সাম্প্রতিক পরিবর্তনের রহস্য। কাল তিনি বললেন, ‘নাঈম এবার অনেক আত্মবিশ্বাসী। এটাই তাঁকে বদলে দিয়েছে। ওর শটের রেঞ্জ দারুণ এবং বল নির্বাচনেও উন্নতি করেছে। আগে রান না পেলে মানসিকভাবে ভেঙে পড়ত; কিন্তু এখন সে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে শিখেছে। এখন ওকে অনেক পরিণত মনে হয়।’
২০২৩ এশিয়া কাপে নাঈম শেখের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল! একেবারেই ভালো করতে পারছিলেন না টুর্নামেন্টে। আর তাতেই সমালোচনার তির আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষাক্ত ট্রলিংয়ে বিধ্বস্ত হয়ে পড়েন নাঈম। ২০২৩ এশিয়া কাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তাঁর।
তবে গত দুই মাসে অন্য নাঈম শেখকেই দেখা যাচ্ছে। ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১.৬০ গড়ে ৩১৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ফর্মটা তিনি টেনে এনেছেন এই বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে ধারাবাহিক ভালো খেলছেন। ১৩ ম্যাচে ৪৯২ রান করে নাঈম সর্বোচ্চ রান সংগ্রাহক। স্ট্রাইকরেট দেড় শর কাছাকাছি। ৩০ ছক্কা মেরে তিনি ছক্কার তালিকায় দুইয়ে। শেষ দিকে চলে আসা ২০২৫ বিপিএলে রান সংগ্রহে নাঈমকে টপকে যাওয়া কঠিনই। বরং তাঁর সামনে আছে দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের করে নেওয়ার দারুণ এক সুযোগ নাঈমের সামনে। বর্তমানে রেকর্ডটি রয়েছে নাজমুল হোসেন শান্তর অধিকারে, ২০২৩ বিপিএলে করেছিলেন ৫১৬ রান।
গতকাল দলের ঐচ্ছিক অনুশীলন উপেক্ষা করেননি নাঈম, করেছেন নিবিড় অনুশীলন। ছোটবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে তিন ঘণ্টার ব্যাটিং সেশনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, তাই টি-টোয়েন্টির জন্য বিশেষ সব শট অনুশীলনে গুরুত্ব দিয়েছেন। ঝালিয়ে নিয়েছেন আক্রমণাত্মক সব শট। কাল রাতে যখন আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নাঈমের, তখন তিনি টিম হোটেলে ফিটনেস নিয়ে কাজ করছিলেন। জিম সেশনের ফাঁকে বাঁহাতি ওপেনার বলেন, ‘আমরা সেরাটা দিয়ে খেলেছি এবার। চেষ্টা করেছি ইনিংস বড় করার এবং দলের জন্য সর্বোচ্চ দেওয়ার। কালও (আজ) সর্বোচ্চটা দিয়ে দলকে জেতানোর চেষ্টা থাকবে। ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ। কারণ, ফিট না থাকলে মাঠে ভালো খেলতে পারব না। আমার মনে হয়েছে, আমাকে আমার সেরা ছন্দে ফিরতে হবে।’
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণেও নাঈম ছিলেন দারুণ ছন্দে। তবে তাঁর দল ঢাকা মহানগর হেরে যায় রংপুর বিভাগের কাছে। এবার খুলনা টাইগার্সকে ফাইনালে তোলার তাড়া নাঈমের সামনে। এ মুহূর্তে ব্যক্তিগত রেকর্ড নিয়ে তাই ভাবছেন না নাঈম। বললেন, ‘রেকর্ড জানি না। আমার কাজ পারফর্ম করা। পারফর্ম করলে অনেক কিছুই হয়। কালকের (আজকের) ম্যাচে ভালো ক্রিকেট খেলতে হবে। এসব নিয়ে এখন চিন্তা করছি না।’
খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন নাঈমের সাম্প্রতিক পরিবর্তনের রহস্য। কাল তিনি বললেন, ‘নাঈম এবার অনেক আত্মবিশ্বাসী। এটাই তাঁকে বদলে দিয়েছে। ওর শটের রেঞ্জ দারুণ এবং বল নির্বাচনেও উন্নতি করেছে। আগে রান না পেলে মানসিকভাবে ভেঙে পড়ত; কিন্তু এখন সে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে শিখেছে। এখন ওকে অনেক পরিণত মনে হয়।’
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে কাগজে কলমে বাংলাদেশই ফেবারিট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। এই তালিকার তলানি তথা ১২তম অবস্থানে জিম্বাবুয়ে। তবে মাঠে লড়াই শুরুর আগে বাংলাদেশকে নিয়ে ভয় পেতে চায় না জিম্বাবুয়ে।
৩০ মিনিট আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপ
১ ঘণ্টা আগেবাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
২ ঘণ্টা আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
৩ ঘণ্টা আগে