Ajker Patrika

এক ওভারে ৫ ওয়াইড শামির, লজ্জার রেকর্ডটি পাকিস্তানি পেসারের

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারে পাঁচটি ওয়াইড দিয়েছেন শামি। ছবি: আইসিসি
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারে পাঁচটি ওয়াইড দিয়েছেন শামি। ছবি: আইসিসি

বলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে বেশ সুনাম আছে মোহাম্মদ শামির। ভারতীয় এই পেসারই কি না আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে দিলেন পাঁচটি ওয়াইড। সবমিলিয়ে প্রথম ওভার শেষ করার জন্য ১১ বার দৌড়ে আসতে হয়েছে তাঁকে। চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভারতীয় বোলারের এটাই দীর্ঘতম ওভার।

ওয়ানডেতে শামির আগে কোনো ভারতীয় বোলারই এক ওভারে পাঁচটি ওয়াইড দেননি। ওয়ানডেতে সর্বোচ্চ ওয়াইড দেওয়ার রেকর্ডটি অবশ্য পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। ২০০৪ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে এক ওভারে সাতটি ওয়াইড দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, একই ওভারে নো বল করেছেন চারটি। সবমিলিয়ে ওভার শেষ করার জন্য ১৭ বল লাগে তাঁর। সেই ওভারে ২২ রান হজম করতে হয়েছে তাঁকে।

শামি ১১ বল করলেও তাঁর প্রথম ওভার থেকে কেবল ৫ রান আসে। ইনজুরি থেকে ফেরার পর ভালোই ছন্দে আছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৫৩ রানে শিকার করেছেন ৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে যদিও এখনো উইকেট পাননি তিনি। প্রথম তিন ওভার করার পর কিছুটা অস্বস্তি বোধ করেন পায়ে। তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দ্বিতীয় স্পেল শুরু করেন এই পেসার।

দুবাই স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৪ ওভারে ২ উইকেটে ৬১ রান করেছে পাকিস্তান। বাবর আজম হতাশ করেছেন এই ম্যাচেও। ২৬ বলে ৫ চারে ২৩ রানে হার্দিক পান্ডিয়ার শিকার হন তিনি। ফখর জামানের পরিবর্তে সুযোগ পাওয়া ইমাম উল হক বিদায় নেন ১০ রানেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত