ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগায় ২০১ রানে হেরে টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিবীয়রা নিজেদের মাঠে টেস্ট খেলছে, অথচ গ্যালারি খাঁ-খাঁ করছে। টেস্টে এমনি দর্শক কম হয়, তাই বলে ৫০ জন দর্শকও কি মাঠে আসবে না? জ্যামাইকায় পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। আয়োজকেরা স্যাবাইনা পার্কে সুলভ মূল্যে টিকিট ছেড়েছে—৪০০ জ্যামাইকান ডলার, যেটা বাংলাদেশের ৩০০ টাকার সমান।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল রাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের টিকিটের দাম প্রকাশ করেছে। দাম জানানো হয়েছে প্যাকেজের মতো করে। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর—এই দুই দিনের প্যাকেজ অনুযায়ী নর্থ স্ট্যান্ডে শিশু ও বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৪০০ জ্যামাইকান ডলার, বাংলাদেশি মুদ্রায় সেটা ৩০২ টাকা। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ জ্যামাইকান ডলার (৬০৫ টাকা)। ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধের জন্য টিকিটের দাম ৬০০ জ্যামাইকান ডলার (৪৫৪ টাকা)। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে দ্বিগুণ টাকা। এ ক্ষেত্রে টিকিটের দাম ১২০০ জ্যামাইকান ডলার (৯০৮ টাকা)।
২ থেকে ৪ ডিসেম্বর—এই তিন দিনের জন্য রাখা হয়েছে আরেকটি প্যাকেজ। এই প্যাকেজে ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৫০০ জ্যামাইকান ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৭৮ টাকা। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে ১০০০ জ্যামাইকান ডলার (৭৫৬ টাকা)। অপর গ্যালারি নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম হুবহু প্রথম প্যাকেজের মতো।
একসঙ্গে পাঁচ দিনের প্যাকেজ সিস্টেমও থাকছে জ্যামাইকা টেস্টে। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে টিকিটের দাম ২৪০০ জ্যামাইকান ডলার (১৮১৫ টাকা)। অপর গ্যালারি ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশে খেলতে খরচ হবে ৩৪০০ ডলার। বাংলাদেশি ২৫৭২ টাকা। এখানে শিশু, বৃদ্ধ, প্রাপ্ত বয়স্ক সবারই একই দাম দিয়ে খেলা দেখতে হবে।
ঘরের মাঠে দারুণ খেলছে নিজেদের দল, তাদের পারফরম্যান্স দেখতে জ্যামাইকানরা কি সুলভ মূল্যের টিকিট কেটে মাঠে আসবেন? সেটা বোঝা যাবে স্যাবাইনা পার্কে ৩০ নভেম্বর থেকে শুরু সিরিজের শেষ টেস্ট দেখেই।
অ্যান্টিগায় ২০১ রানে হেরে টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিবীয়রা নিজেদের মাঠে টেস্ট খেলছে, অথচ গ্যালারি খাঁ-খাঁ করছে। টেস্টে এমনি দর্শক কম হয়, তাই বলে ৫০ জন দর্শকও কি মাঠে আসবে না? জ্যামাইকায় পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। আয়োজকেরা স্যাবাইনা পার্কে সুলভ মূল্যে টিকিট ছেড়েছে—৪০০ জ্যামাইকান ডলার, যেটা বাংলাদেশের ৩০০ টাকার সমান।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল রাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের টিকিটের দাম প্রকাশ করেছে। দাম জানানো হয়েছে প্যাকেজের মতো করে। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর—এই দুই দিনের প্যাকেজ অনুযায়ী নর্থ স্ট্যান্ডে শিশু ও বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৪০০ জ্যামাইকান ডলার, বাংলাদেশি মুদ্রায় সেটা ৩০২ টাকা। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ জ্যামাইকান ডলার (৬০৫ টাকা)। ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধের জন্য টিকিটের দাম ৬০০ জ্যামাইকান ডলার (৪৫৪ টাকা)। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে দ্বিগুণ টাকা। এ ক্ষেত্রে টিকিটের দাম ১২০০ জ্যামাইকান ডলার (৯০৮ টাকা)।
২ থেকে ৪ ডিসেম্বর—এই তিন দিনের জন্য রাখা হয়েছে আরেকটি প্যাকেজ। এই প্যাকেজে ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৫০০ জ্যামাইকান ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৭৮ টাকা। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে ১০০০ জ্যামাইকান ডলার (৭৫৬ টাকা)। অপর গ্যালারি নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম হুবহু প্রথম প্যাকেজের মতো।
একসঙ্গে পাঁচ দিনের প্যাকেজ সিস্টেমও থাকছে জ্যামাইকা টেস্টে। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে টিকিটের দাম ২৪০০ জ্যামাইকান ডলার (১৮১৫ টাকা)। অপর গ্যালারি ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশে খেলতে খরচ হবে ৩৪০০ ডলার। বাংলাদেশি ২৫৭২ টাকা। এখানে শিশু, বৃদ্ধ, প্রাপ্ত বয়স্ক সবারই একই দাম দিয়ে খেলা দেখতে হবে।
ঘরের মাঠে দারুণ খেলছে নিজেদের দল, তাদের পারফরম্যান্স দেখতে জ্যামাইকানরা কি সুলভ মূল্যের টিকিট কেটে মাঠে আসবেন? সেটা বোঝা যাবে স্যাবাইনা পার্কে ৩০ নভেম্বর থেকে শুরু সিরিজের শেষ টেস্ট দেখেই।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৩ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪২ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে