Ajker Patrika

তামিম একই সঙ্গে পক্ষ, আবার প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৪: ২৭
তামিম ইকবাল আজ একই সঙ্গে পক্ষ ও প্রতিপক্ষ হয়ে খেলতে নেমেছেন। ছবি: আজকের পত্রিকা
তামিম ইকবাল আজ একই সঙ্গে পক্ষ ও প্রতিপক্ষ হয়ে খেলতে নেমেছেন। ছবি: আজকের পত্রিকা

আজ শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ নবাগত অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলার জন্য নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

এবারের ডিপিএল লিগে তামিম ইকবাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন, তবে গুলশান ক্রিকেট ক্লাবের স্বত্বাধিকারীদের একজনও তিনি। আজ যেমন তামিম একই সঙ্গে পক্ষ-প্রতিপক্ষ; যা একাই দাবার দুই রঙের ঘুঁটি নিয়ে খেলার মতো। মোহামেডানের বিপক্ষে গুলশান ক্লাব মাঠে নামায় স্বার্থের এই সংঘাত কীভাবে এড়াবেন দেশের অন্যতম ক্রিকেট তারকা? কাল তামিম এই প্রশ্নে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি খেলার সময় গুলশানকে প্রতিপক্ষ হিসেবেই দেখব। আমি শুধু তাদের পৃষ্ঠপোষকতা করেছি, দল গঠনে আমার কোনো ভূমিকা ছিল না।’ তিনি যখন একটি দলের অধিনায়ক, একই সময়ে আরেকটি দলের পৃষ্ঠপোষক হতে কেন এলেন—এ প্রশ্নে তামিমের উত্তর, ‘যদি আমি এগিয়ে না আসতাম, ১৫-২০ ক্রিকেটার দল পেত না। এটি ক্রিকেটের উন্নতির জন্যই করেছি।’ ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে আসার লক্ষ্য তামিম বিসিবির কাউন্সিলরশিপ নিতেই একটি ক্লাব পরিচালনায় এসেছেন।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাস কোনো দলই পাচ্ছিলেন না। অবশেষে সেই জটিলতা কেটেছে তামিমের মাধ্যমে। তাঁর মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে। বর্তমান পরিস্থিতিতে সংগঠক পর্যায়ে পরিবর্তন আসায় ডিপিএলের অনেক ক্লাবের বাজেট কমেছে। তাতে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমিয়ে দেওয়া হয়েছে প্রায় অর্ধেক। সরাসরি চুক্তিতে দলবদলের নিয়মে লিটন নিজের পারিশ্রমিক ৫০ লাখ টাকা চাইলেও সেই মূল্যে তাঁকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। লিটন দল পেলেও আরেক তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান দল পাননি এখনো। মিরপুরে কাল বিষয়টি নিয়ে তামিম বলেছেন, ‘মোস্তাফিজের ব্যাপারে এখনো কিছু জানি না। এটা খুবই দুঃখজনক ঘটনা।’

এবারের লিগে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। সব ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। প্রথমবারের মতো এবার ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এবারও বেশির ভাগ ম্যাচ হবে মিরপুর ও বিকেএসপির দুটো মাঠে। রমজান মাসে বিকেএসপিতে খেলা নিয়ে বেশির ভাগ ক্রিকেটার, কোচ ও অধিনায়ক অসন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ যানজট পেরিয়ে বিকেএসপিতে ৫০ ওভারের ক্রিকেট খেলা যথেষ্ট ঝক্কির ব্যাপার বলে মনে করেন তাঁরা।

গত এক দশকে ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দল আবাহনীর টিম ম্যানেজমেন্টে বেশ বড় পরিবর্তন এসেছে। গতবার দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করা কোচ খালেদ মাহমুদ সুজন আর আবাহনীতে নেই। তাঁর জায়গায় কোচ হিসেবে আবাহনীতে যোগ দিয়েছেন বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। হান্নান এবার আবাহনীকে নিয়ে বলেছেন, ‘আমরা তারুণ্যনির্ভর দল গড়েছি এবং ভালো শুরুর আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত