Ajker Patrika

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া নায়ক মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০০: ৪৫
ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া নায়ক মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ হলেও এই ম্যাচে আসল জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের আজকের ম্যাচের বোলিং ফিগার– ৪–০–৯–০। উইকেট না পেলেও তাঁর দুর্দান্ত বোলিংয়ের কোনো জবাব ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছে।

শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। হাতে তখন ৬ উইকেট। ১৯তম ওভারে বোলিং করতে আসেন মোস্তাফিজ। এই ওভারে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন তিনি। দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান ও অ্যালেক্স ক্যারি মিলে মোস্তাফিজের এই ওভার থেকে নিতে পারেন মাত্র ১ রান। পাঁচ বল ডট দেন অ্যালেক্স ক্যারি। পুরো ম্যাচেই মোস্তাফিজের বলে রান করতে এমন খাবি খেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। 

এর আগে অবশ্য ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকেই হেলে ছিল। শেষ চার ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৮ রান। ১৭তম ওভারে এসে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজ। এই ওভারে দেন মাত্র ৪ রান। গত কদিনে অস্ট্রেলিয়ানদের বেশ প্রশংসাই পেয়েছেন মোস্তাফিজ। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমেও তাঁকে নিয়ে মাতামাতি। আজ যেন সব ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ। চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন। ২৪ বলের ১৫টিই ডট দিয়েছেন। উইকেট ছাড়া এই ম্যাচ জয়ে সবকিছুই করেছেন মোস্তাফিজ। 

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছার পর ওয়েডদের চিন্তার বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশের স্পিন। কিন্তু দ্বিতীয় ম্যাচের পর অজিদের মাথা ব্যথার আসল কারণ হয়ে ওঠেন মোস্তাফিজই। প্রথম দুই ম্যাচে ৪৮ বলের মধ্যে ৪৬টাই স্লোয়ার দেওয়া মোস্তাফিজকে নিয়ে তাই গত কদিন বেশি কথা বলেছে অস্ট্রেলিয়ানরা। কিন্তু মোস্তাফিজ রহস্যের কোনো সমাধান যে তারা করতে পারেনি সেটি আজকের ম্যাচে আরেকবার প্রমাণ হলো। ম্যাচ শেষে মোস্তফিজকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘মোস্তাফিজ আরও একবার দুর্দান্ত বল করেছে। আজ সে আরও দুর্দান্ত ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত