ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি থেকে এরই মধ্যে দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে গেছে। নাজমুল হোসেন শান্তরা যখন টুর্নামেন্টে সান্ত্বনার জয় নিয়ে ভাবছেন, তখনই তাদের দুঃসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে শান্ত এখন অবস্থান ২৭ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৩। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অধিনায়ক দুই ম্যাচ খেলে করেছেন ৭৭ রান। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে শূন্য রানে আউট হয়েছেন। রাওয়ালপিন্ডিতে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ১১০ বলে ৭৭ রান। মেরেছেন ৯ চার।
মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুই অভিজ্ঞ ব্যাটারেরও আইসিসি র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪২ ও ৪৩ নম্বরে অবস্থান করছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। মুশফিকের রেটিং পয়েন্ট ৫৫৫ ও মাহমুদউল্লাহর সেটা ৫৪৮। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ৯ ও ৭ ধাপ পিছিয়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে মুশফিক মেরেছেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ৫ বলে ২ রান। একই ম্যাচে মাহমুদউল্লাহ করেছেন ৪ রান। দুই অভিজ্ঞ ব্যাটার বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এই ম্যাচে।
৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। দুই, তিন ও চারে থাকা বাবর আজম, রোহিত শর্মা, হাইনরিখ ক্লাসেনের রেটিং ৭৭০, ৭৫৭ ও ৭৪৯। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন দুটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে বিরাট কোহলি এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। কোহলির রেটিং ৭৪৩। ভারতীয় ব্যাটার এগিয়ে যাওয়ায় এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে একাদশে তাঁর অবশ্য সুযোগ মেলেনি।
৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ তিকশানা। যদিও তাঁর দল শ্রীলঙ্কা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করেনি। বাংলাদেশের তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে তাসকিনের সঙ্গে যৌথভাবে ৩০ নম্বরে অবস্থান করেছেন মেহেদী হাসান মিরাজ। এখানে মিরাজ চার ধাপ পিছিয়েছেন।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি থেকে এরই মধ্যে দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে গেছে। নাজমুল হোসেন শান্তরা যখন টুর্নামেন্টে সান্ত্বনার জয় নিয়ে ভাবছেন, তখনই তাদের দুঃসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে শান্ত এখন অবস্থান ২৭ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৩। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অধিনায়ক দুই ম্যাচ খেলে করেছেন ৭৭ রান। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে শূন্য রানে আউট হয়েছেন। রাওয়ালপিন্ডিতে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ১১০ বলে ৭৭ রান। মেরেছেন ৯ চার।
মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুই অভিজ্ঞ ব্যাটারেরও আইসিসি র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪২ ও ৪৩ নম্বরে অবস্থান করছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। মুশফিকের রেটিং পয়েন্ট ৫৫৫ ও মাহমুদউল্লাহর সেটা ৫৪৮। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ৯ ও ৭ ধাপ পিছিয়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে মুশফিক মেরেছেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ৫ বলে ২ রান। একই ম্যাচে মাহমুদউল্লাহ করেছেন ৪ রান। দুই অভিজ্ঞ ব্যাটার বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এই ম্যাচে।
৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। দুই, তিন ও চারে থাকা বাবর আজম, রোহিত শর্মা, হাইনরিখ ক্লাসেনের রেটিং ৭৭০, ৭৫৭ ও ৭৪৯। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন দুটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে বিরাট কোহলি এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। কোহলির রেটিং ৭৪৩। ভারতীয় ব্যাটার এগিয়ে যাওয়ায় এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে একাদশে তাঁর অবশ্য সুযোগ মেলেনি।
৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ তিকশানা। যদিও তাঁর দল শ্রীলঙ্কা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করেনি। বাংলাদেশের তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে তাসকিনের সঙ্গে যৌথভাবে ৩০ নম্বরে অবস্থান করেছেন মেহেদী হাসান মিরাজ। এখানে মিরাজ চার ধাপ পিছিয়েছেন।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে