Ajker Patrika

এখানেও বাংলাদেশের দুর্দশা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩৪
ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: এএফপি
ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: এএফপি

রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি থেকে এরই মধ্যে দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে গেছে। নাজমুল হোসেন শান্তরা যখন টুর্নামেন্টে সান্ত্বনার জয় নিয়ে ভাবছেন, তখনই তাদের দুঃসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে শান্ত এখন অবস্থান ২৭ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৩। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অধিনায়ক দুই ম্যাচ খেলে করেছেন ৭৭ রান। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে শূন্য রানে আউট হয়েছেন। রাওয়ালপিন্ডিতে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ১১০ বলে ৭৭ রান। মেরেছেন ৯ চার।

মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুই অভিজ্ঞ ব্যাটারেরও আইসিসি র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪২ ও ৪৩ নম্বরে অবস্থান করছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। মুশফিকের রেটিং পয়েন্ট ৫৫৫ ও মাহমুদউল্লাহর সেটা ৫৪৮। হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ৯ ও ৭ ধাপ পিছিয়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে মুশফিক মেরেছেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ৫ বলে ২ রান। একই ম্যাচে মাহমুদউল্লাহ করেছেন ৪ রান। দুই অভিজ্ঞ ব্যাটার বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এই ম্যাচে।

৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। দুই, তিন ও চারে থাকা বাবর আজম, রোহিত শর্মা, হাইনরিখ ক্লাসেনের রেটিং ৭৭০, ৭৫৭ ও ৭৪৯। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন দুটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে বিরাট কোহলি এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। কোহলির রেটিং ৭৪৩। ভারতীয় ব্যাটার এগিয়ে যাওয়ায় এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে একাদশে তাঁর অবশ্য সুযোগ মেলেনি।

৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ তিকশানা। যদিও তাঁর দল শ্রীলঙ্কা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করেনি। বাংলাদেশের তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে তাসকিনের সঙ্গে যৌথভাবে ৩০ নম্বরে অবস্থান করেছেন মেহেদী হাসান মিরাজ। এখানে মিরাজ চার ধাপ পিছিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত