নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের হয়ে তামিম ইকবাল শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রায় দেড় বছর আগে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বেশ কবার ফিরতে চাইলেও চোট ও পারিবারিক কারণে ফেরা হয়নি। হাঁটুর পুরোনো চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় খেলতে পারেননি অস্ট্রেলিয়া সিরিজে। একই কারণে নেই আজ থেকে মাঠে গড়ানো নিউজিল্যান্ড সিরিজেও।
এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে তামিমের। তবে লম্বা সময় মাঠের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যদের সুযোগ করে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার। আজ দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বিশ্বকাপে তামিম খেলতে না চাওয়ার সিদ্ধান্ত ছড়িয়ে দেশের ক্রিকেট মহলে শোরগোল পড়েছে। তাঁর সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বলছেন। কারও কারও মতে, এটা ‘আবেগী সিদ্ধান্ত’। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের চোখে তামিমের সিদ্ধান্তকে সাহসী মনে হয়েছে।
আজ মিরপুর শেরেবাংলায় গণমাধ্যমের সামনে এসে পাপন বলেছেন, ‘আমার দেখা সেরা ওপেনার তামিম, সেরা ব্যাটসম্যান মুশফিক, সেরা অধিনায়ক মাশরাফি, সেরা খেলোয়াড় সাকিব। তামিম সব সময় আমাদের প্রথম পছন্দ। তাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু একটা সমস্যা হলো সে অনেক দিন টি-টোয়েন্টি খেলছে না। চোটের কারণে নিউজিল্যান্ড, জিম্বাবুয়েতে টি–টোয়েন্টি খেলেনি। অনেকে প্রশ্ন করে, সে তাহলে ওয়ানডে খেলল কেন? সে ওয়ানডের অধিনায়ক, ঝুঁকি নিয়ে খেলেছে। সে বড় দায়িত্বে থাকলে সিরিয়াসলি খেলে।’
নির্বাচকেরা বিশ্বকাপ দলে তামিমকে রেখেছিলেন বলে নিশ্চিত করেছেন বোর্ড প্রধান, ‘নির্বাচকেরা আমাকে যে দল দিয়েছিল, সেখানে তামিমের নাম ছিল। তবে সে আগে আমার সঙ্গে কথা বলেছে। তারপর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। আশা করি ওই বিশ্বকাপে সে খেলবে। ওর সিদ্ধান্তটা সহজ নয়, এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া বিরাট ব্যাপার। সবাই বিশ্বকাপ খেলতে চায়।’
দেশের হয়ে তামিম ইকবাল শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রায় দেড় বছর আগে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বেশ কবার ফিরতে চাইলেও চোট ও পারিবারিক কারণে ফেরা হয়নি। হাঁটুর পুরোনো চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় খেলতে পারেননি অস্ট্রেলিয়া সিরিজে। একই কারণে নেই আজ থেকে মাঠে গড়ানো নিউজিল্যান্ড সিরিজেও।
এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে তামিমের। তবে লম্বা সময় মাঠের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যদের সুযোগ করে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার। আজ দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বিশ্বকাপে তামিম খেলতে না চাওয়ার সিদ্ধান্ত ছড়িয়ে দেশের ক্রিকেট মহলে শোরগোল পড়েছে। তাঁর সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বলছেন। কারও কারও মতে, এটা ‘আবেগী সিদ্ধান্ত’। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের চোখে তামিমের সিদ্ধান্তকে সাহসী মনে হয়েছে।
আজ মিরপুর শেরেবাংলায় গণমাধ্যমের সামনে এসে পাপন বলেছেন, ‘আমার দেখা সেরা ওপেনার তামিম, সেরা ব্যাটসম্যান মুশফিক, সেরা অধিনায়ক মাশরাফি, সেরা খেলোয়াড় সাকিব। তামিম সব সময় আমাদের প্রথম পছন্দ। তাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু একটা সমস্যা হলো সে অনেক দিন টি-টোয়েন্টি খেলছে না। চোটের কারণে নিউজিল্যান্ড, জিম্বাবুয়েতে টি–টোয়েন্টি খেলেনি। অনেকে প্রশ্ন করে, সে তাহলে ওয়ানডে খেলল কেন? সে ওয়ানডের অধিনায়ক, ঝুঁকি নিয়ে খেলেছে। সে বড় দায়িত্বে থাকলে সিরিয়াসলি খেলে।’
নির্বাচকেরা বিশ্বকাপ দলে তামিমকে রেখেছিলেন বলে নিশ্চিত করেছেন বোর্ড প্রধান, ‘নির্বাচকেরা আমাকে যে দল দিয়েছিল, সেখানে তামিমের নাম ছিল। তবে সে আগে আমার সঙ্গে কথা বলেছে। তারপর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। আশা করি ওই বিশ্বকাপে সে খেলবে। ওর সিদ্ধান্তটা সহজ নয়, এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া বিরাট ব্যাপার। সবাই বিশ্বকাপ খেলতে চায়।’
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে