প্রতিযোগিতামূলক ক্রিকেটে রবিন জেমস দাস যে কখনো সেঞ্চুরি পাননি, তা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে তিনি সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার এবার পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডে চলমান ওয়ানডে কাপে তাঁর দল অনেক দিন পর পেল জয়।
রবিন ওয়ানডে কাপে খেলছেন এসেক্সের হয়ে। ট্রেন্ট ব্রিজে গত রাতে তিনি খেলেছেন নটিংহামশায়ারের বিপক্ষে। ২১৯ রান তাড়া করতে নেমে ৫.১ ওভারে ২ উইকেটে ২৯ রান হয়ে যায় এসেক্সের। ওপেনিংয়ে নামা রবিন এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন। তৃতীয় উইকেট জুটিতে নোহা থেইনের সঙ্গে ২২৮ বলে ১৮৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন রবিন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি রবিন পূর্ণ করার পাশাপাশি এসেক্স পেয়ে যায় ৭ উইকেটের জয়। ১১৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্রিকেটার। ৩৯ বল হাতে রেখে এই জয়ে চার ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল এসেক্স।
৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার সাতে এসেক্স। রবিনদের জয়ে নটিংহামশায়ারের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা সঙ্কুচিত হয়েছে। ৭ ম্যাচে নটিংহামশায়ারের পয়েন্ট এখন ৬, তাদের নেট রানরেট +০.৪৫৫। তাদের একমাত্র ম্যাচ পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ওয়ারউইকশায়ারের বিপক্ষে। রাগবি স্কুল গ্রাউন্ডে পরশু মুখোমুখি হবে নটিংহামশায়ার-ওয়ারউইকশায়ার। একই দিনে ব্রিস্টলে লেস্টারশায়ার খেলবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে রয়েছে লেস্টারশায়ার ও গ্লুচেস্টারশায়ার।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। ২০১৮ সালে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে রবিন জেমস দাস যে কখনো সেঞ্চুরি পাননি, তা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে তিনি সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার এবার পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডে চলমান ওয়ানডে কাপে তাঁর দল অনেক দিন পর পেল জয়।
রবিন ওয়ানডে কাপে খেলছেন এসেক্সের হয়ে। ট্রেন্ট ব্রিজে গত রাতে তিনি খেলেছেন নটিংহামশায়ারের বিপক্ষে। ২১৯ রান তাড়া করতে নেমে ৫.১ ওভারে ২ উইকেটে ২৯ রান হয়ে যায় এসেক্সের। ওপেনিংয়ে নামা রবিন এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন। তৃতীয় উইকেট জুটিতে নোহা থেইনের সঙ্গে ২২৮ বলে ১৮৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন রবিন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি রবিন পূর্ণ করার পাশাপাশি এসেক্স পেয়ে যায় ৭ উইকেটের জয়। ১১৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্রিকেটার। ৩৯ বল হাতে রেখে এই জয়ে চার ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল এসেক্স।
৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার সাতে এসেক্স। রবিনদের জয়ে নটিংহামশায়ারের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা সঙ্কুচিত হয়েছে। ৭ ম্যাচে নটিংহামশায়ারের পয়েন্ট এখন ৬, তাদের নেট রানরেট +০.৪৫৫। তাদের একমাত্র ম্যাচ পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ওয়ারউইকশায়ারের বিপক্ষে। রাগবি স্কুল গ্রাউন্ডে পরশু মুখোমুখি হবে নটিংহামশায়ার-ওয়ারউইকশায়ার। একই দিনে ব্রিস্টলে লেস্টারশায়ার খেলবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে রয়েছে লেস্টারশায়ার ও গ্লুচেস্টারশায়ার।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। ২০১৮ সালে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে