Ajker Patrika

তিন লেগ স্পিনার নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে অনূর্ধ্ব-১৭

ক্রীড়া ডেস্ক    
ছবি: বিসিবি
ছবি: বিসিবি

নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিন লেগ স্পিনার। মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছে শুক্রবারই ওয়ানডে সিরিজের অনুশীলনে নেমে পড়বে দল। দুই দিনের প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর।

সাত ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলারের সমন্বয়ে বাংলাদেশ দল। এর মধ্যে লেগ স্পিনার তিন ক্রিকেটার হলেন—ইমরান হোসেন, রকিবুল হোসেন ও মাহির ইশমাম চৌধুরী। দুই উইকেটরক্ষক আবদুল্লাহ আল মুহি ও সৌরভ কর্মকার।

সফরে প্রধান কোচের দায়িত্বে থাকবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। তাঁর সঙ্গে কোচিং প্যানেলে আরও থাকছেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন। ৫০ ওভারের সিরিজ শেষে ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনের ম্যাচ দ্বিতীয় ম্যাচ। ৯ ডিসেম্বর আবার দেশে ফিরবে দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।

স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত