ক্রীড়া ডেস্ক
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিন লেগ স্পিনার। মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছে শুক্রবারই ওয়ানডে সিরিজের অনুশীলনে নেমে পড়বে দল। দুই দিনের প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর।
সাত ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলারের সমন্বয়ে বাংলাদেশ দল। এর মধ্যে লেগ স্পিনার তিন ক্রিকেটার হলেন—ইমরান হোসেন, রকিবুল হোসেন ও মাহির ইশমাম চৌধুরী। দুই উইকেটরক্ষক আবদুল্লাহ আল মুহি ও সৌরভ কর্মকার।
সফরে প্রধান কোচের দায়িত্বে থাকবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। তাঁর সঙ্গে কোচিং প্যানেলে আরও থাকছেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন। ৫০ ওভারের সিরিজ শেষে ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনের ম্যাচ দ্বিতীয় ম্যাচ। ৯ ডিসেম্বর আবার দেশে ফিরবে দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিন লেগ স্পিনার। মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছে শুক্রবারই ওয়ানডে সিরিজের অনুশীলনে নেমে পড়বে দল। দুই দিনের প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর।
সাত ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলারের সমন্বয়ে বাংলাদেশ দল। এর মধ্যে লেগ স্পিনার তিন ক্রিকেটার হলেন—ইমরান হোসেন, রকিবুল হোসেন ও মাহির ইশমাম চৌধুরী। দুই উইকেটরক্ষক আবদুল্লাহ আল মুহি ও সৌরভ কর্মকার।
সফরে প্রধান কোচের দায়িত্বে থাকবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। তাঁর সঙ্গে কোচিং প্যানেলে আরও থাকছেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন। ৫০ ওভারের সিরিজ শেষে ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনের ম্যাচ দ্বিতীয় ম্যাচ। ৯ ডিসেম্বর আবার দেশে ফিরবে দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৩ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৩ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৪ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
৫ ঘণ্টা আগে