নিজের শেষ বিশ্বকাপ বলেই কুইন্টন ডি কক তা করে রাখছেন অনেক স্মরণীয়। রানের বন্যা বইয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সেঞ্চুরি করা এক রকম নিয়ম বানিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল ডি ককের ১৫০ তম ওয়ানডে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে নামা ডি ককের লড়াই করতে হয়েছিল মুম্বাইয়ের আবহাওয়ার সঙ্গেও। যেখানে গতকাল ভারতের বাণিজ্যিক শহরের গড় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। পড়ন্ত বিকেলে ব্যাটিং করে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন। ১০১ বলে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২০ তম সেঞ্চুরি। এটা তাঁর ২০২৩ বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে ৩ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ১৯২ মিনিট ব্যাটিং করে ১৪০ বলে ১৫ চার ও ৭ ছক্কায় ১৭৪ রানের ইনিংস খেলেন ডি কক।
বাংলাদেশের ইনিংসের সময় অবশ্য উইকেটরক্ষকের দায়িত্বে ডি কক ছিলেন না ঠিকই। তবে মুম্বাইয়ের তীব্র গরমে তিনি যে ক্লান্ত তা ফুটে উঠেছে ম্যাচ শেষে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার বলেন, ‘আজ সকালে আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে দিনটা ভালো ছিল। অনেক মজা হয়েছে। আরও দুই পয়েন্ট পেয়ে ভালো লেগেছে। সত্যি বলতে, সন্তুষ্ট হওয়ার চেয়েও বেশি ক্লান্ত। আমরা সবাই ভালো খেলেছি ও প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করেছে।’
প্রথমে ব্যাটিং করা ৩০.৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেটে ১৬৭ রান। এরপর ব্যাটিংয়ে এসে ঝড় তোলা শুরু করেন হেনরিখ ক্লাসেন। চতুর্থ উইকেটে ডি কক-ক্লাসেন ৮৭ বলে ১৪২ রানের জুটি গড়েছেন। সেঞ্চুরি না পেলেও ২ চার ও ৮ ছক্কায় ৪৯ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্লাসেন। শেষ পর্যন্ত প্রোটিয়ারা করেছে ৫ উইকেটে ৩৮২ রান। ক্লাসেনের প্রশংসা করে ডি কক বলেন, ‘ক্লাসেন দুর্দান্ত খেলেছে। সে শুধু আমাদের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বিশেষ। সে নিয়মিত ঝড় তুলছে। আমি সত্যিই খুশি।’
নিজের শেষ বিশ্বকাপ বলেই কুইন্টন ডি কক তা করে রাখছেন অনেক স্মরণীয়। রানের বন্যা বইয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সেঞ্চুরি করা এক রকম নিয়ম বানিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল ডি ককের ১৫০ তম ওয়ানডে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে নামা ডি ককের লড়াই করতে হয়েছিল মুম্বাইয়ের আবহাওয়ার সঙ্গেও। যেখানে গতকাল ভারতের বাণিজ্যিক শহরের গড় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। পড়ন্ত বিকেলে ব্যাটিং করে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন। ১০১ বলে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২০ তম সেঞ্চুরি। এটা তাঁর ২০২৩ বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে ৩ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ১৯২ মিনিট ব্যাটিং করে ১৪০ বলে ১৫ চার ও ৭ ছক্কায় ১৭৪ রানের ইনিংস খেলেন ডি কক।
বাংলাদেশের ইনিংসের সময় অবশ্য উইকেটরক্ষকের দায়িত্বে ডি কক ছিলেন না ঠিকই। তবে মুম্বাইয়ের তীব্র গরমে তিনি যে ক্লান্ত তা ফুটে উঠেছে ম্যাচ শেষে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার বলেন, ‘আজ সকালে আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে দিনটা ভালো ছিল। অনেক মজা হয়েছে। আরও দুই পয়েন্ট পেয়ে ভালো লেগেছে। সত্যি বলতে, সন্তুষ্ট হওয়ার চেয়েও বেশি ক্লান্ত। আমরা সবাই ভালো খেলেছি ও প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করেছে।’
প্রথমে ব্যাটিং করা ৩০.৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেটে ১৬৭ রান। এরপর ব্যাটিংয়ে এসে ঝড় তোলা শুরু করেন হেনরিখ ক্লাসেন। চতুর্থ উইকেটে ডি কক-ক্লাসেন ৮৭ বলে ১৪২ রানের জুটি গড়েছেন। সেঞ্চুরি না পেলেও ২ চার ও ৮ ছক্কায় ৪৯ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্লাসেন। শেষ পর্যন্ত প্রোটিয়ারা করেছে ৫ উইকেটে ৩৮২ রান। ক্লাসেনের প্রশংসা করে ডি কক বলেন, ‘ক্লাসেন দুর্দান্ত খেলেছে। সে শুধু আমাদের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বিশেষ। সে নিয়মিত ঝড় তুলছে। আমি সত্যিই খুশি।’
লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৩৮ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগে