Ajker Patrika

নাঈমের জোড়া শিকারে সেশন পার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নাঈমের জোড়া শিকারে সেশন পার

দ্বিতীয় দিনের প্রথম সেশনে অন্তত দুই উইকেট চেয়েছিল বাংলাদেশ। নাঈম হাসানের জোড়া শিকারে সেটাই পেয়েছেন মুমিনুল হকরা। প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তিটা মন্দ হয়নি। রানের দিক থেকে অবশ্য অনেকটাই এগিয়ে আছে শ্রীলঙ্কা। 

আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩২৭। ১৪৪ রানে উইকেটে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস এবং অন্য প্রান্তে থাকা রমেশ মেন্ডিস ১ রানে অপরাজিত আছেন। 

৪ উইকেটে ২৫৮ রানে দিন শেষ করা লঙ্কানদের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ম্যাথুস ও দিনেশ চান্ডিমালের কল্যাণে প্রথম দেড় ঘণ্টা ভালোভাবে কাটিয়ে দেয় সফরকারীরা। উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠা বাংলাদেশকে শেষ ১৫ মিনিটে স্বস্তি বয়ে দেন নাঈম। 

আগের দিনের প্রথম সেশনেও বাংলাদেশের প্রাপ্তি ছিল নাঈমের দুই উইকেট। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথমে ৬৬ রান করা চান্ডিমালকে ফেরান তিনি। একই ওভারে নতুন ব্যাটার নিরোশান ডিকভেলাকে (৩) ফেরান তিনি। 

১১৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করা ম্যাথুস প্রথম সেশনে যোগ আরও ৩৩ রান। প্রথম সেশনের শুরুতে এই ব্যাটারকে ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। খালেদ আহমেদের বল ম্যাথুসের ব্যাটে লেগে লিটন দাসের গ্লাভসবন্দি হলেও বুঝতে পারেনি বাংলাদেশের ফিল্ডাররা। আবেদন না করায় রক্ষা পান ম্যাথুস। আগের দিনেও ৬৯ রানে তাইজুলের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ম্যাথুস তালুবন্দী করতে পারেননি মাহমুদুল হাসান জয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত