Ajker Patrika

আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড়াবেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড়াবেন ক্রিকেটাররা

সামনে বেশ কিছু টেস্ট রয়েছে বাংলাদেশ দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রেও সুবিধাজনক অবস্থানে নেই তারা। এ পর্যন্ত ৪ ম্যাচ খেলে হেরেছে ৩ ম্যাচে। নিজেদের সমৃদ্ধির জন্য লাল বলের প্রস্তুতে মনোযোগী টিম ম্যানেজমেন্ট। হাই পারফরম্যান্স, বাংলাদেশ টাইগার্স ও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গত দুই মাস ধরে চলছিল প্রস্তুতি ক্যাম্প। 

আগামী ১৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের নজর তাদের। কাল থেকে জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে ঢাকায় শুরু হচ্ছে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। দেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ রাতে ফেরার কথা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদেরও। 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিয়ে ঢাকা পর্বের প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন শান্ত-মিরাজরা। তারপর মিরপুরে চলবে স্কিলের ওপর অনুশীলন। বিসিবি জানিয়েছে, আগামীকাল সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চলবে ফিটনেস টেস্ট। 

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। এর আগে গত ২০ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১৬০০ মিটার রানিং করেছিলেন ক্রিকেটাররা। ৩ মাস পর আবারও একই পরীক্ষার সামনে তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত