ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে