ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে