নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামীকাল। কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও নির্বাচনে সেভাবে উত্তাপ নেই বললেই চলে। তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতির চেয়ারে নাজমুল হাসান পাপনই যে বসছেন, তা অনুমেয়!
আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার আগে গতকাল সোমবার কাউন্সিলর আর বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ‘গেট টুগেদার’ও করে নিলেন পাপন। রাজধানীর একটি হোটেলে গত রাতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় সব কাউন্সিলরের পাশাপাশি পরিচালক প্রার্থীরাও ছিলেন। নৈশভোজের সঙ্গে অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
অবশ্য শ্বশুরের মৃত্যুর কারণে অনুষ্ঠানস্থলে বেশিক্ষণ ছিলেন না পাপন। অনুষ্ঠানের শুরুতে তাঁর সময়কালে (গত আট বছর) ক্রিকেটের অর্জন ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পরে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন বিসিবির প্রধান।
এবারের নির্বাচনকে দেশের ক্রিকেট ইতিহাসের ‘সবচেয়ে ব্যতিক্রম নির্বাচন’ মন্তব্য করে পাপন বলেন, ‘সাধারণত নির্বাচনে দুটি বা তার বেশি প্যানেল থাকে। প্যানেল থাকাটা দোষের কিছু নয়। তবে সমস্যাও আছে। নির্বাচনের কারণে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার অন্য প্যানেল থেকে কেউ এলে সংখ্যাগরিষ্ঠ যে প্যানেলে থাকে, তারা একে অপরকে প্রতিপক্ষ মনে করে। এ রকম একটা পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায়, সেটা নিয়ে আমার সব সময় একটা চিন্তা ছিল। পরিকল্পপনা ছিল প্যানেল ছাড়া নির্বাচন করলে কেমন হয়।’
প্যানেল ছাড়া নির্বাচনে আরও সুবিধা দেখছেন পাপন, ‘প্যানেল ছাড়া নির্বাচনের সুবিধা হচ্ছে যাঁরা ভালো, ক্রিকেট বোর্ডে যাঁরা অবদান রাখতে পারবেন, বাংলাদেশের ক্রিকেটকে যাঁরা কিছু দিতে চান—এ ধরনের লোকজন আসার সম্ভাবনা বেশি।'
গত দুই নির্বাচনের অভিজ্ঞতায় নাকি খারাপ লেগেছিল বোর্ড সভাপতির। এর কারণও খোলাসা করলেন তিনি, ‘গত দুই নির্বাচন আমার খুবই খারাপ গেছে। কারণ কোনো প্রার্থী নেই। প্যানেলটা দেওয়ার পর প্রথম কয়েক দিন থাকে। এরপর নির্বাচনের কয়েক দিন আগে আর নাই। যদি না থাকে, তাহলে তো নির্বাচনটার মানে হলো না। আর আমার প্যানেলে যাঁরা আছেন, তাঁরাই যে সেরা এমনটা কিন্তু না। এর বাইরের প্যানেলেও তো ভালো মানুষ আছেন। এই জিনিসটাকে ওপেন করে দেওয়ার জন্য প্যানেল ছাড়া নির্বাচন।’
বিসিবিতে নতুন মানুষ আসা দরকার বলে মনে করেন পাপন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, নতুন নতুন মানুষ আসা দরকার। আমি স্বীকার করছি, আমাদের বোর্ডসহ দেশের সব ক্রীড়া ফেডারেশনে কিছু মানুষ আছেন, যাঁরা সব সময় কাজ করেন। কিছু মানুষ মাঝে মাঝে আসেন, আবার কিছু মানুষকে কাজই করতে দেখা যায় না। বেশি কাজের মানুষ যেন আসার সুযোগ পান, সে জন্য একটা ব্যবস্থা চালু করেছি আমরা। সেটা যখন বলি (প্যানেল ছাড়া নির্বাচন), তখন তুমুল বিরোধিতা হয়। আমাদের নির্বাচন করে জিতে আসতে হবে। ভালো ভালো মানুষকে সম্পৃক্ত করতে হবে। বোর্ডে যে পরিমাণ ভালো আসার কথা ছিল, সে পরিমাণ কিন্তু আসেনি।’
কাউন্সিলরদের প্রতি একটা আহ্বানও রাখলেন পাপন, ‘আপনাদের কাছে একটা অনুরোধই করব। কে কোন দল, কোন গ্রুপ, কে কার মানুষ—সব ভুলে গিয়ে আপনারা যাকে মনে করবেন যোগ্য ব্যক্তি, ক্রিকেটের জন্য ভালো, তাকেই ভোট দেবেন। কে হারলাম, কে জিতলাম তাতে কিছু যায়-আসে না। আমরা সবাই এক।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামীকাল। কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও নির্বাচনে সেভাবে উত্তাপ নেই বললেই চলে। তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতির চেয়ারে নাজমুল হাসান পাপনই যে বসছেন, তা অনুমেয়!
আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার আগে গতকাল সোমবার কাউন্সিলর আর বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ‘গেট টুগেদার’ও করে নিলেন পাপন। রাজধানীর একটি হোটেলে গত রাতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় সব কাউন্সিলরের পাশাপাশি পরিচালক প্রার্থীরাও ছিলেন। নৈশভোজের সঙ্গে অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
অবশ্য শ্বশুরের মৃত্যুর কারণে অনুষ্ঠানস্থলে বেশিক্ষণ ছিলেন না পাপন। অনুষ্ঠানের শুরুতে তাঁর সময়কালে (গত আট বছর) ক্রিকেটের অর্জন ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পরে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন বিসিবির প্রধান।
এবারের নির্বাচনকে দেশের ক্রিকেট ইতিহাসের ‘সবচেয়ে ব্যতিক্রম নির্বাচন’ মন্তব্য করে পাপন বলেন, ‘সাধারণত নির্বাচনে দুটি বা তার বেশি প্যানেল থাকে। প্যানেল থাকাটা দোষের কিছু নয়। তবে সমস্যাও আছে। নির্বাচনের কারণে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার অন্য প্যানেল থেকে কেউ এলে সংখ্যাগরিষ্ঠ যে প্যানেলে থাকে, তারা একে অপরকে প্রতিপক্ষ মনে করে। এ রকম একটা পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায়, সেটা নিয়ে আমার সব সময় একটা চিন্তা ছিল। পরিকল্পপনা ছিল প্যানেল ছাড়া নির্বাচন করলে কেমন হয়।’
প্যানেল ছাড়া নির্বাচনে আরও সুবিধা দেখছেন পাপন, ‘প্যানেল ছাড়া নির্বাচনের সুবিধা হচ্ছে যাঁরা ভালো, ক্রিকেট বোর্ডে যাঁরা অবদান রাখতে পারবেন, বাংলাদেশের ক্রিকেটকে যাঁরা কিছু দিতে চান—এ ধরনের লোকজন আসার সম্ভাবনা বেশি।'
গত দুই নির্বাচনের অভিজ্ঞতায় নাকি খারাপ লেগেছিল বোর্ড সভাপতির। এর কারণও খোলাসা করলেন তিনি, ‘গত দুই নির্বাচন আমার খুবই খারাপ গেছে। কারণ কোনো প্রার্থী নেই। প্যানেলটা দেওয়ার পর প্রথম কয়েক দিন থাকে। এরপর নির্বাচনের কয়েক দিন আগে আর নাই। যদি না থাকে, তাহলে তো নির্বাচনটার মানে হলো না। আর আমার প্যানেলে যাঁরা আছেন, তাঁরাই যে সেরা এমনটা কিন্তু না। এর বাইরের প্যানেলেও তো ভালো মানুষ আছেন। এই জিনিসটাকে ওপেন করে দেওয়ার জন্য প্যানেল ছাড়া নির্বাচন।’
বিসিবিতে নতুন মানুষ আসা দরকার বলে মনে করেন পাপন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, নতুন নতুন মানুষ আসা দরকার। আমি স্বীকার করছি, আমাদের বোর্ডসহ দেশের সব ক্রীড়া ফেডারেশনে কিছু মানুষ আছেন, যাঁরা সব সময় কাজ করেন। কিছু মানুষ মাঝে মাঝে আসেন, আবার কিছু মানুষকে কাজই করতে দেখা যায় না। বেশি কাজের মানুষ যেন আসার সুযোগ পান, সে জন্য একটা ব্যবস্থা চালু করেছি আমরা। সেটা যখন বলি (প্যানেল ছাড়া নির্বাচন), তখন তুমুল বিরোধিতা হয়। আমাদের নির্বাচন করে জিতে আসতে হবে। ভালো ভালো মানুষকে সম্পৃক্ত করতে হবে। বোর্ডে যে পরিমাণ ভালো আসার কথা ছিল, সে পরিমাণ কিন্তু আসেনি।’
কাউন্সিলরদের প্রতি একটা আহ্বানও রাখলেন পাপন, ‘আপনাদের কাছে একটা অনুরোধই করব। কে কোন দল, কোন গ্রুপ, কে কার মানুষ—সব ভুলে গিয়ে আপনারা যাকে মনে করবেন যোগ্য ব্যক্তি, ক্রিকেটের জন্য ভালো, তাকেই ভোট দেবেন। কে হারলাম, কে জিতলাম তাতে কিছু যায়-আসে না। আমরা সবাই এক।’
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে