Ajker Patrika

বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে নালিশের ‘আপডেট’ জানাল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২৩: ০০
বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে নালিশের ‘আপডেট’ জানাল শ্রীলঙ্কা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন অন্যরকম এক আবহ। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেটে সেটা পায় ভিন্ন মাত্রা। ভেন্যু বদলালেও নতুন কোনো না কোনো ঘটনা ঠিকই ঘটে। এবার বাংলাদেশের এক আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

সৌম্য সরকারের আউট টিভি আম্পায়ারের সিদ্ধান্তে বদলে যাওয়ায় ক্ষুব্ধ শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজ। সিলেটে গত পরশু দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে ‘আল্ট্রাএজ বিতর্কের’ ঘটনা। প্রযুক্তিগত এই সমস্যা নিয়ে আম্পায়ারের বিরুদ্ধে সেদিনই মাঠে ক্ষোভ জানায় শ্রীলঙ্কা। এমনকি আম্পায়ারের বিরুদ্ধে সফরকারীরা নালিশেরও ইঙ্গিত দেয়।  অন্যদিকে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি। সঙ্গে ছিলেন ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। দুই দিনে আগে ঘটে যাওয়া আল্ট্রাএজ বিতর্কের প্রসঙ্গ এলে হালাঙ্গোদা বলেন, ‘এই প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ আমরা এগিয়েছি। সেই ম্যাচে যা হয়েছে, দুর্ভাগ্যজনক। সেটা তো আমরা ফেরাতে পারব না। আম্পায়ারের বিরুদ্ধে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি। আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি। আইসিসি অবশ্যই ফুটেজ পর্যবেক্ষণ করে দেখবে। তাদের যা ব্যবস্থা নেওয়ার দরকার, তারা নেবে।’           মাঠের আম্পায়ার আউট দেন। রিভিউতে আল্ট্রাএজেও দেখা যায় স্পাইক। তবু সৌম্য সরকার আউট হননি। ছবি: সংগৃহীত দুই দিন পেরিয়ে গেলেও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে ঘটে যাওয়া আল্ট্রা এজ বিতর্কের প্রসঙ্গ এসেছে লঙ্কানদের সংবাদ সম্মেলনে। হালাঙ্গোদা বলেন, ‘এই প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ আমরা এগিয়েছি। সেই ম্যাচে যা হয়েছে, দুর্ভাগ্যজনক। সেটা তো আমরা ফেরাতে পারব না। আম্পায়ারের বিরুদ্ধে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি। আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি। আইসিসি অবশ্যই ফুটেজ পর্যবেক্ষণ করে দেখবে। তাদের যা ব্যবস্থা নেওয়ার দরকার, তারা নেবে।’ 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে হয়েছে ঘটনাটা। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের ভেতরে ঢোকা প্রথম বলটা পুল করেন সৌম্য। ব্যাটের নিচ দিয়ে বল পেরিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে। সঙ্গে সঙ্গে লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার গাজী সোহেলও দেন আউট। তৎক্ষণাৎ রিভিউ নেন সৌম্যও। রিভিউয়ে স্পাইক দেখা গেলেও সেটা ব্যাটের সঙ্গে বলের কি না, এটা নিয়েই ছিল প্রশ্ন। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল দিয়েছেন নট আউট।

আলোচিত নট আউট নিয়ে সেদিনই (গত পরশু) সৌম্যর কাছেই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে। সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টসকে ম্যাচের পর বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেছিলেন, ‘আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ব্যাটে লাগেনি। বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছেন, সরাসরি রিভিউ নিয়েছি কারণ আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ এসেছিল। আমার চেইন থেকে হতে পারে বা হেলমেট থেকে হতে পারে। ব্যাটের সঙ্গে ব্যবধান ছিল। যখন চলে আসছিলাম, স্নিকোতে দেখেছিলাম তো বুঝতে পারিনি। তবে আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাটে লাগেনি। তাই লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে সরাসরি রিভিউ নিয়ে ফেলি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত