Ajker Patrika

তাসকিনদের অনুশীলনে মনোবিদ আর জিপিএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাসকিনদের অনুশীলনে মনোবিদ আর জিপিএস

সকালে দল ঘোষণার পর অনুশীলন শুরু হতে আরও দুই ঘণ্টার অপেক্ষা। এশিয়া কাপের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প শুরুর প্রথম দিনেই দুটি দৃশ্য বিশেষ নজর কাড়ল। অস্ট্রেলিয়ান মনোবিদ ড. ফিল জন্সিকে আবার বাংলাদেশ দলে কাজ করতে দেখা যাচ্ছে। হাথুরুর আগের মেয়াদেও ২০১৫ বিশ্বকাপের সময় তিনি কাজ করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে। কদিন আগে হাথুরু অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন আরেক অস্ট্রেলিয়ান মনোবিদ অ্যালেন ব্রাউনকে। দুই মনোবিদের কাজের ধরনে অবশ্যই ভিন্নতা আছে। ব্রাউনের কাজ ছিল দলভিত্তিক। ফিল কাজ করছেন একেকজন খেলোয়াড়ের সঙ্গে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা গেল, এবার সপ্তাহখানেক কাজ করবেন তিনি। অনুশীলনের সঙ্গেই চলবে তাঁর কাজ। 

গতকাল নতুন করে জিপিএস যুগে পা দিল বাংলাদেশ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানালেন, ২০০৮-০৯ সালের দিকে ফিটনেস ট্রেনার হিসেবে যখন গ্রান্ট লুডেন কাজ করেছিলেন, তখন একবার জিপিএসের ব্যবহার করেছিল বাংলাদেশ। তবে এখনকার জিপিএস উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি। স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত এ প্রযুক্তির মাধ্যমে একজন খেলোয়াড়ের শরীর কতটা চাপ নিতে পারছে, পরিশ্রম করতে পারছে, হৃৎস্পন্দন, রক্তচাপ পরিমাপ করে পুরো শারীরিক পরিস্থিতি বুঝতে পারবে টিম ম্যানেজমেন্ট। প্রাপ্ত তথ্য-উপাত্তের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিতে পারবে একজন ক্রিকেটারের ওয়ার্কলোড কতটা বেশি হচ্ছে কিংবা কার কত সীমারেখা। 

যেহেতু এখন খেলার মাত্রা অনেক বেড়ে যাচ্ছে, খেলোয়াড়দের শারীরিক চাপও বাড়ছে। বাংলাদেশ দল তাই চলে যাচ্ছে জিপিএস যুগে। গতকাল পরীক্ষামূলক হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ব্যবহার করলেও আজ থেকে পুরো দলেরই ব্যবহার করার কথা এই প্রযুক্তি। 

গতকাল ম্যাচের আবহে ‘পাওয়ার প্লে’ অনুশীলন চলল সাড়ে চার ঘণ্টা। ওয়ানডে সংস্করণে নতুন বলে পাওয়ার প্লের প্রথম ১০ ওভার টপঅর্ডার ব্যাটারদের মোকাবিলা করতে হয়। আরেকটি পাওয়ার প্লে সাধারণত ৩০ ওভারের পরই নিজেদের সুবিধামতো সময়ে নিয়ে থাকে ব্যাটিং দল। পাওয়ার প্লে সুবিধা কীভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে কাজে লাগানো যায়, সেটি ছিল হাথুরুর গতকালের ক্লাসের সারাংশ। 

শুরুতে তামিম ও নাঈম শেখ মোকাবিলা করলেন তাসকিন-হাসানদের। শেষ পাওয়ার প্লেতে ব্যাটিং করলেন লোয়ার অর্ডারের মুশফিক-শামীমরা। বোলিং প্রান্তে দাঁড়িয়ে শিষ্যদের ডেলিভারি দেখে সমাধান দিচ্ছিলেন ডোনাল্ড। 

আজ থেকে মিরপুরে পুরোদমে শুরু হবে এশিয়া কাপ প্রস্তুতি, যা চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এই অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ১৩, ১৪,১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। তবে ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য দলের অনুশীলনের ছবি আর ভিডিও নিতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত