২০২৩ বিশ্বকাপে পিচ নিয়ে কম আলোচনা হয়নি। বিশ্বকাপে বেশ কয়েক ম্যাচের পিচকে আইসিসি দিয়েছে গড়পড়তা রেটিং। এমনকি পিচ পরিবর্তনের অভিযোগও উঠেছিল টুর্নামেন্টে। এবার বিগ ব্যাশে উইকেট নিয়ে ঘটেছে অদ্ভুতুড়ে এক ঘটনা। তাতে মাঝপথে ম্যাচও বাতিল করতে হয়েছে।
গিলংয়ের কার্দিনিয়া ওভালে বিগ ব্যাশের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল পার্থ স্করচার্চ ও মেলবোর্ন রেনেগেডস। যথাসময়ে টসও করেছেন পার্থ অধিনায়ক অ্যাশটন টার্নার ও মেলবোর্ন অধিনায়ক নিক ম্যাডিনসন। ম্যাডিনসন টস জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তখনই তাঁর ভাষ্য, পিচ মারাত্মক ভেজা। তবু খেলা যখন চলছিল, তখন মাঠে অসম বাউন্স দেখা গেছে। সেই অবস্থাতেও প্রথম পাওয়ারপ্লের খেলা হয়েছে (৬ ওভার)। সময়ের সঙ্গে সঙ্গে দুই দলের জন্য খেলা বেশ কঠিন হয়ে যাচ্ছিল। যেখানে সপ্তম ওভারের পঞ্চম বলে মেলবোর্নের উইল সাদারল্যান্ড যে বলটা করেন, তা অফস্টাম্পের অনেক বাইরে পড়েছে। পিচ কতটা বিপজ্জনক তখন বেশ ভালোমতোই বোঝা গেছে। বল মোকাবেলা করেন পার্থের জস ইংলিশ। ইংলিশের সতীর্থ অ্যারন হার্ডি বেশ অখুশি হয়েছেন। এরপর ইংলিশ, হার্ডি আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। আলোচনা করে আম্পায়াররা ম্যাচ বাতিল ঘোষণা করেন। ৬.৫ ওভারে পার্থের স্কোর ছিল ২ উইকেটে ৩০ রান। রিকি পন্টিং বলেন, ‘এটা খুবই বিপজ্জনক ছিল।’
ম্যাচ বাতিল হওয়ার আগের বল (সপ্তম ওভারের পঞ্চম বল) দেখেই বাতিল করা হয়েছে বলে জানান আম্পায়ার বেন ট্রেওলার। অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্ককে তিনি বলেন, ‘শেষ বলেই দেখলাম পিচ পুরো অদ্ভুত আচরণ করেছে। আমাদের মনে হয়েছে এটা বিপজ্জনক আচরণ করেছে। খেলা বন্ধ করার এটাই কারণ।’ পার্থ অধিনায়ক টার্নার বলেন, ‘ম্যাচ বাতিল হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। আম্পায়াররা কঠিন সিদ্ধান্ত নিলেও তা সঠিক ছিল। আশা করি, কেউ মন খারাপ করেননি।’ ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘ম্যাচ এভাবে পরিত্যক্ত হওয়ার ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া পর্যালোচনা করে দেখবে। ভক্ত ও সমর্থকদের জন্য তা বেশ হতাশার ঘটনা।’
২০২৩ বিশ্বকাপে পিচ নিয়ে কম আলোচনা হয়নি। বিশ্বকাপে বেশ কয়েক ম্যাচের পিচকে আইসিসি দিয়েছে গড়পড়তা রেটিং। এমনকি পিচ পরিবর্তনের অভিযোগও উঠেছিল টুর্নামেন্টে। এবার বিগ ব্যাশে উইকেট নিয়ে ঘটেছে অদ্ভুতুড়ে এক ঘটনা। তাতে মাঝপথে ম্যাচও বাতিল করতে হয়েছে।
গিলংয়ের কার্দিনিয়া ওভালে বিগ ব্যাশের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল পার্থ স্করচার্চ ও মেলবোর্ন রেনেগেডস। যথাসময়ে টসও করেছেন পার্থ অধিনায়ক অ্যাশটন টার্নার ও মেলবোর্ন অধিনায়ক নিক ম্যাডিনসন। ম্যাডিনসন টস জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তখনই তাঁর ভাষ্য, পিচ মারাত্মক ভেজা। তবু খেলা যখন চলছিল, তখন মাঠে অসম বাউন্স দেখা গেছে। সেই অবস্থাতেও প্রথম পাওয়ারপ্লের খেলা হয়েছে (৬ ওভার)। সময়ের সঙ্গে সঙ্গে দুই দলের জন্য খেলা বেশ কঠিন হয়ে যাচ্ছিল। যেখানে সপ্তম ওভারের পঞ্চম বলে মেলবোর্নের উইল সাদারল্যান্ড যে বলটা করেন, তা অফস্টাম্পের অনেক বাইরে পড়েছে। পিচ কতটা বিপজ্জনক তখন বেশ ভালোমতোই বোঝা গেছে। বল মোকাবেলা করেন পার্থের জস ইংলিশ। ইংলিশের সতীর্থ অ্যারন হার্ডি বেশ অখুশি হয়েছেন। এরপর ইংলিশ, হার্ডি আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। আলোচনা করে আম্পায়াররা ম্যাচ বাতিল ঘোষণা করেন। ৬.৫ ওভারে পার্থের স্কোর ছিল ২ উইকেটে ৩০ রান। রিকি পন্টিং বলেন, ‘এটা খুবই বিপজ্জনক ছিল।’
ম্যাচ বাতিল হওয়ার আগের বল (সপ্তম ওভারের পঞ্চম বল) দেখেই বাতিল করা হয়েছে বলে জানান আম্পায়ার বেন ট্রেওলার। অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্ককে তিনি বলেন, ‘শেষ বলেই দেখলাম পিচ পুরো অদ্ভুত আচরণ করেছে। আমাদের মনে হয়েছে এটা বিপজ্জনক আচরণ করেছে। খেলা বন্ধ করার এটাই কারণ।’ পার্থ অধিনায়ক টার্নার বলেন, ‘ম্যাচ বাতিল হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। আম্পায়াররা কঠিন সিদ্ধান্ত নিলেও তা সঠিক ছিল। আশা করি, কেউ মন খারাপ করেননি।’ ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘ম্যাচ এভাবে পরিত্যক্ত হওয়ার ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া পর্যালোচনা করে দেখবে। ভক্ত ও সমর্থকদের জন্য তা বেশ হতাশার ঘটনা।’
কখন যে মৃত্যু কার দরজায় কড়া নাড়বে, সেটা ভীষণ অনিশ্চিত। হোর্হে কস্তা কি ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিলেন, এই দিনটিই তাঁর জীবনের শেষ দিন? হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেছেন চ্যাম্পিয়নস লিগজয়ী এই ফুটবলার।
১১ মিনিট আগেক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) মাধ্যমে প্রশাসনিক যাত্রা শুরু হয় সৌরভ গাঙ্গুলীর। চার বছর তিনি সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। অবশেষে ছয় বছর পর আবার এই সংগঠনের প্রধান হতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২০ নারী সাফ জয়ের স্মৃতি এখনো তাজা। প্রতি ম্যাচে ভিন্ন একাদশ নিয়েও বাংলাদেশ শিরোপা জেতে অপরাজিত থেকে। গত মাসে ১১ দিনের ব্যস্ত সূচিতে ৬ ম্যাচে সব ফুটবলারকে পরখ করে দেখেন কোচ পিটার বাটলার। কারণ, তাঁর চোখ ছিল অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে।
১ ঘণ্টা আগেলিওনেল মেসিকে শঙ্কাটা কাজ করছিল কদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ইন্টার মায়ামি পাচ্ছে না তাদের পরের ম্যাচে। মাংসপেশির চোটে পড়াতেই এবার মেসি মূলত খেলতে পারবেন না মায়ামির জার্সিতে।
২ ঘণ্টা আগে