ক্রীড়া ডেস্ক
গলে রানের পাহাড় গড়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। সফরকারীদের পাল্টা জবাব দিচ্ছেন লঙ্কান ব্যাটাররা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার পাল্টা আক্রমণে এখন চাপে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
দ্রুত ২ উইকেট ফেলে গলে আজ চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। কিন্তু একপ্রান্তে দাঁড়িয়ে কামিন্দু মেন্ডিস পাল্টা আক্রমণ করছেন সফরকারী বোলারদের ওপর। চাপে পড়া বাংলাদেশও ফিল্ডিংয়ে গুবলেট পাকাচ্ছে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে লঙ্কানরা। কামিন্দু মেন্ডিস ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে আছেন। আরেক বাঁহাতি ব্যাটার মিলান রত্নায়েকে ৩৮ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর আট ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। ইনিংসের ৯৬তম ওভারের শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে (১৯) ফেরান নাঈম হাসান। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ডি সিলভা-কামিন্দুর ৪৬ রানের জুটি। আর ১০১তম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (৫) ফেরান হাসান মাহমুদ। ডি সিলভা, কুশল মেন্ডিস দুই লঙ্কান ক্রিকেটারই লেগসাইডে খেলতে গিয়ে আউট হয়েছেন। দুটি ক্যাচই ধরেন উইকেটরক্ষক লিটন দাস।
৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১০১ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান। ৮ নম্বরে ব্যাটিংয়ে নামা মিলান রত্নায়েকে লঙ্কানদের হাল ধরেন কামিন্দুর সঙ্গে জুটি বেঁধে। বাংলাদেশের ফিল্ডাররাও এরপর করতে থাকেন হতশ্রী ফিল্ডিং। ক্যাচ মিসের পাশাপাশি হাতের ফাঁক গলে বাউন্ডারিও হয়েছে। যেখানে ১১০তম ওভারের শেষ বলে রত্নায়েকের বিপক্ষে কট এন্ড বোল্ডের সুযোগ মিস করেন তাইজুল। তখন রত্নায়েকের রান ছিল ৭।
বাজে ফিল্ডিংয়ের সঙ্গে রিভিউও খুইয়েছে বাংলাদেশ। ১১৮তম ওভারের দ্বিতীয় বলে কামিন্দুর বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেন লিটন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। রিভিউতে দেখা যায় তাইজুলের বল কামিন্দুর পকেটে লেগে লিটনের হাতে পৌঁছায়। কামিন্দু যেমন বেঁচে গেছেন, তেমনি বাংলাদেশের রিভিউও নষ্ট হয়েছে।
বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে সপ্তম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে ফেলেন মিলান রত্নায়েকে ও কামিন্দু। এই জুটি এরই মধ্যে খেলেছে ১৩৮ বল। প্রথম ইনিংসে ১২৪ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৪৬৫ রান করে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে। আর ৩১ রান করলেই লঙ্কানরা লিড নেবে বাংলাদেশের বিপক্ষে।
গলে রানের পাহাড় গড়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। সফরকারীদের পাল্টা জবাব দিচ্ছেন লঙ্কান ব্যাটাররা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার পাল্টা আক্রমণে এখন চাপে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
দ্রুত ২ উইকেট ফেলে গলে আজ চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। কিন্তু একপ্রান্তে দাঁড়িয়ে কামিন্দু মেন্ডিস পাল্টা আক্রমণ করছেন সফরকারী বোলারদের ওপর। চাপে পড়া বাংলাদেশও ফিল্ডিংয়ে গুবলেট পাকাচ্ছে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে লঙ্কানরা। কামিন্দু মেন্ডিস ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে আছেন। আরেক বাঁহাতি ব্যাটার মিলান রত্নায়েকে ৩৮ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর আট ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। ইনিংসের ৯৬তম ওভারের শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে (১৯) ফেরান নাঈম হাসান। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ডি সিলভা-কামিন্দুর ৪৬ রানের জুটি। আর ১০১তম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (৫) ফেরান হাসান মাহমুদ। ডি সিলভা, কুশল মেন্ডিস দুই লঙ্কান ক্রিকেটারই লেগসাইডে খেলতে গিয়ে আউট হয়েছেন। দুটি ক্যাচই ধরেন উইকেটরক্ষক লিটন দাস।
৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১০১ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান। ৮ নম্বরে ব্যাটিংয়ে নামা মিলান রত্নায়েকে লঙ্কানদের হাল ধরেন কামিন্দুর সঙ্গে জুটি বেঁধে। বাংলাদেশের ফিল্ডাররাও এরপর করতে থাকেন হতশ্রী ফিল্ডিং। ক্যাচ মিসের পাশাপাশি হাতের ফাঁক গলে বাউন্ডারিও হয়েছে। যেখানে ১১০তম ওভারের শেষ বলে রত্নায়েকের বিপক্ষে কট এন্ড বোল্ডের সুযোগ মিস করেন তাইজুল। তখন রত্নায়েকের রান ছিল ৭।
বাজে ফিল্ডিংয়ের সঙ্গে রিভিউও খুইয়েছে বাংলাদেশ। ১১৮তম ওভারের দ্বিতীয় বলে কামিন্দুর বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেন লিটন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। রিভিউতে দেখা যায় তাইজুলের বল কামিন্দুর পকেটে লেগে লিটনের হাতে পৌঁছায়। কামিন্দু যেমন বেঁচে গেছেন, তেমনি বাংলাদেশের রিভিউও নষ্ট হয়েছে।
বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে সপ্তম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে ফেলেন মিলান রত্নায়েকে ও কামিন্দু। এই জুটি এরই মধ্যে খেলেছে ১৩৮ বল। প্রথম ইনিংসে ১২৪ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৪৬৫ রান করে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে। আর ৩১ রান করলেই লঙ্কানরা লিড নেবে বাংলাদেশের বিপক্ষে।
অস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।
৬ মিনিট আগে২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
৩০ মিনিট আগেবার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
৪৩ মিনিট আগেকলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১ ঘণ্টা আগে