Ajker Patrika

পাপন-সালাউদ্দিনের কী হবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাপন-সালাউদ্দিনের কী হবে 

ছাত্র-জনতার বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে তিনি দেশও ছেড়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে স্বাভাবিকভাবেই সব ক্ষেত্রের মতো পরিবর্তন আসার কথা ক্রীড়াঙ্গনেও। 

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় দুটি ক্রীড়া সংস্থা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন বোর্ডপ্রধান আছেন প্রায় এক যুগ। সবশেষ তিনি ক্রীড়ামন্ত্রীও হয়েছিলেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদের কার্যকারিতাও শেষ। অন্য দিকে সালাউদ্দিন টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতি। 

বর্তমান প্রেক্ষাপটে যদি পরিবর্তন আসে, পাপন-সালাহউদ্দিনের জায়গায় কারা বিসিবি-বাফুফে চালাবেন, সে প্রশ্নও এসেছে। বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের পরিবর্তন প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বললেন, ‘প্রথমত, আমাদের নিরাপত্তা ও শান্তি দরকার। আর আইন অনুযায়ী এটা জাতীয় ক্রীড়া পরিষদ ঠিক করবে। ফেডারেশন হিসেবে এটা (বিসিবি) জাতীয় ক্রীড়া পরিষদের অ্যাক্ট অনুযায়ী চলে।’ 

এদিকে ক্রীড়াঙ্গন তথা বিসিবির পরিবর্তন নিয়ে সন্ধ্যায় শাহবাগে বসতে যাচ্ছেন ক্রীড়া সংগঠক, সাবেক ক্রিকেটাররা। তাঁদের পক্ষে ক্রিকেটের কল্যাণ সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘(আজ) সন্ধ্যায় শাহবাগে বসব আমরা। যেহেতু এ বিশাল ফলপ্রসূ আন্দোলনের শুরু শাহবাগে। আমরা আমাদের বৈঠক, সিদ্ধান্ত সবকিছু শাহবাগেই নেব। আমরা চাই ক্রীড়াঙ্গনেও সুশাসন আসুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত