Ajker Patrika

শ্রীলঙ্কাকে লিড নিতে দেননি নাঈম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ জুন ২০২৫, ১৫: ০৩
শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন নাঈম হাসান। ছবি: ক্রিকইনফো
শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন নাঈম হাসান। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে গলে লিড নেওয়া শ্রীলঙ্কার জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু নাঈম হাসানের ঘূর্ণিতে শেষ মুহূর্তে ধসে পড়ল লঙ্কানরা। বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে ১০ রান কম করেছে স্বাগতিকেরা।

প্রথম ইনিংসে ১২৪ ওভারে ৬ উইকেটে ৪৬৫ রানে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে তখন ছিলেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। লিড নিতে যখন ৩১ রান দরকার, তখন ২০ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, যার মধ্যে তিনটিই নিয়েছেন নাঈম হাসান। আসিথা ফার্নান্দোকে বোল্ড করে লঙ্কানদের ইনিংসের ইতি টানেন নাঈম। ১৩১.২ ওভারে ৪৮৫ রানে লঙ্কানরা গুটিয়ে গেলে বাংলাদেশ পায় ১০ রানের লিড।

আসিথাকে ফিরিয়ে নাঈম উইকেটে সিজদা দিয়েছেন। ৪৩.২ ওভার বোলিং করে ১২১ রানে ৫ উইকেট নিয়েছেন নাঈম। লঙ্কানদের গুটিয়ে দেওয়ার পর ক্যামেরার দিকে বারবার দেখিয়েছেন সেই লাল বল, যা দিয়ে লঙ্কানদের অর্থেক উইকেট নিয়েছেন তিনি। টেস্টে এই নিয়ে চারবার ইনিংসে ৫ উইকেট পেলেন বাংলাদেশি তরুণ স্পিনার।

লাঞ্চের পর আজ শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন হাসান মাহমুদ। ১২৭তম ওভারের তৃতীয় বলে মিলান রত্নায়েকে (৩৯) পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান হাসানের বলে। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে মিলান রত্নায়েকে ও কামিন্দুর ৮৪ রানের জুটি। ঠিক তাঁর পরের ওভারেই নাঈম দেন জোড়া ধাক্কা। ১২৮তম ওভারের প্রথম ও শেষ বলে কামিন্দু ও থারিন্দু রত্নায়েকেকে ফিরিয়েছেন নাঈম। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতেই আউট হয়েছেন কামিন্দু। ১৪৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৭ রান করেছেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।

থারিন্দুর আউটের পর শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যেতে লেগেছে ২০ বল। ১৩২তম ওভারের দ্বিতীয় বলে নাঈমকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন আসিথা (৪)। লঙ্কানদের ১০ উইকেটের মধ্যে চারটিই হয়েছে বোল্ড। বাকি ৬ ক্যাচের মধ্যে ৪টিই ধরেছেন উইকেটরক্ষক লিটন দাস। সাদমান ধরেছেন এক ক্যাচ। তাইজুল যে লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে আউট করেছেন, সেটা কট এন্ড বোল্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১১.৩ ওভারে ১ উইকেটে ৩৫ রান করেছে বাংলাদেশ। লিডসহ সফরকারীদের স্কোর ৪৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত