Ajker Patrika

তামিম-মুশফিকদের নিয়ে চিন্তা বাড়ছে বরিশাল কোচের

অনলাইন ডেস্ক
আম্পায়ারের সঙ্গে কী নিয়ে যেন কথা বলছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তাঁর দল গত রাতে রংপুরের কাছে পাত্তাই পায়নি। ছবি: আজকের পত্রিকা
আম্পায়ারের সঙ্গে কী নিয়ে যেন কথা বলছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তাঁর দল গত রাতে রংপুরের কাছে পাত্তাই পায়নি। ছবি: আজকের পত্রিকা

তামিম ইকবালের নেতৃত্বে রোমাঞ্চকর এক জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। ঠিক তার পরের ম্যাচে খড়কুটোর মতো উড়ে গেল বরিশাল। মিরপুরে গত রাতে তামিমদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স।

রাজশাহী, রংপুর-দুই দলের বিপক্ষেই একই টপ অর্ডার খেলিয়েছে বরিশাল। তামিমের সঙ্গে নাজমুল হোসেন শান্ত করেছেন ওপেনিং। তিন নম্বরে খেলেছেন তাওহীদ হৃদয়। তবে ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না টুর্নামেন্টে। শান্ত ২ ম্যাচ মিলিয়ে করেছেন ৯ রান। তামিম, হৃদয়েরও এক অঙ্কের ঘরে আউট হওয়ার ঘটনা রয়েছে। রংপুরের বিপক্ষে গত রাতে হারের পর সংবাদ সম্মেলনে টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। বরিশাল কোচ বলেন, ‘অবশ্যই এটা (টপ অর্ডার) চিন্তার ব্যাপার)। আমাদের দলে যে ভালো ক্রিকেটাররা খেলছে, এটা আপনারা জানেন। এখানে রান আসছে না। আগের ম্যাচেও হয়নি, আজও (গতকাল) হয়নি।’

মিরপুরে আজ কোনো ম্যাচ নেই বরিশালের। তবে মিরপুর পর্ব শেষে দুদিনের বিরতি দিয়ে সোমবার শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। সেদিন দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নামবেন তামিম, মুশফিকুর রহিম, শান্তরা। মাঝে যে বিশ্রামের সময় পাচ্ছে বরিশাল, সেখানে টপ অর্ডারের সমস্যার সমাধান করা যাবে বলে মনে করেন বাবুল। সংবাদ সম্মেলনে গত রাতে বলেন, ‘কাজ করার সুযোগ এখানে রয়েছে। হাতে সময়ও আছে। ৩ দিন সময় যেহেতু আছে, অবশ্যই কাজ করব। রান যারা পাচ্ছে না, তারা অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে।’

আক্রমণাত্মক শুরু করলেও ইনিংসটা বড় করতে পারেননি তামিম। ১৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন বরিশাল অধিনায়ক। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে তাঁকে বোল্ড করেন নাহিদ রানা। ৪৩ রানে ৩ উইকেট হারানো বরিশালের এরপর শেষের দিকে ধস নেমেছে। ৫০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১২৪ রানে গুটিয়ে যায় তামিমদের ইনিংস। স্কোরবোর্ডে রান কম হওয়ার ব্যাখ্যায় বাবুল বলেন, ‘প্রথম ৬ ওভারের সুবিধাটা তামিম শুরু থেকে নিচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে (তামিম) আউট হয়েছে। আমাদের টানা তিন উইকেট গিয়েছে। নিচের দিকেও পড়েছে। যে রানটা দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি।’

১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর গতকাল ৩০ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে। বিশাল এই জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাইফ হাসান। রংপুরের এই ব্যাটার ৪৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে অ্যালেক্স হেলসের সঙ্গে ৮১ বলে ১১৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন সাইফ। ৩ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত