ভারতের হারের পর হতাশায় টুপিতে বিরাট কোহলির মুখ ঢেকে ফেলার দৃশ্য এখন বেশ চিরপরিচিত দৃশ্য। আইসিসির বিভিন্ন ইভেন্ট থেকে শুরু করে আইপিএল-কোহলির ব্যাটে দেখা যায় রানের ফোয়াড়া। তবু কোহলি থেকে যান পরাজিত দলে।
২০২৩ বিশ্বকাপে পরিসংখ্যানের দিকে একবার চোখ বোলালেই বোঝা যাবে কোহলি কতটা দুর্দান্ত ফর্মে ছিলেন। ১১ ম্যাচে ৩ সেঞ্চুরিতে করেছেন ৭৬৫ রান। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ৩ সেঞ্চুরির পাশাপাশি ৬ ফিফটি এবার করেছেন কোহলি। পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৫৪ রান করেছেন। ৭৬৫ রান ও ১ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোহলি। গড়টাও অবিশ্বাস্য এবং তা হলো ৯৫.৬২। তবে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচের ১০ টিতে জিতে ফাইনালে এসেই হোঁচট খেল ভারত।
ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েও রানার্সআপ হওয়ার ঘটনা কোহলির সঙ্গে এর আগেও হয়েছে। ২০১৪ সালে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে হয়েছিল আরও এক বিশ্বকাপ। ৯ বছর আগে সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেও দুর্দান্ত খেলেছেন কোহলি। ৬ ম্যাচে ১০৬.৩৩ গড় ও ১২৯.১৪ স্ট্রাইকরেটে ৩১৯ রান করে হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করার পথে ৪টি ফিফটি করেছিলেন তিনি। মিরপুরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেছিলেন ৭৭ রান। তবে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।
আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার এমন ঘটনার সাক্ষী হওয়া কোহলির সঙ্গে এমন ঘটনা ঘটেছে আইপিএলেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৪ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে করেন ৯৭৩ রান। যা এখনো পর্যন্ত আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রান। সেবার শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কোহলি। প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ২০৮ রান করেছিল। ২০৯ রান তাড়া করতে নেমে আরসিবি ২০০ রানেই আটকে যায়। অবিশ্বাস্য ফর্মে থাকা কোহলি পেয়েছিলেন আইপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার।
বিরাট কোহলির ম্যান অব দ্য টুর্নামেন্ট ও দল রানার্সআপ:
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ; ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ৬ ফিফটি; ব্যাটিং গড়: ৯৫.৬২; স্ট্রাইকরেট: ৯০.৩১; ভারত
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ; ৩১৯ রান; ৪ ফিফটি; ব্যাটিং গড়: ৯৫.৬২; স্ট্রাইকরেট: ১২৯.১৪; ভারত
২০১৬ আইপিএল; ৯৭৩ রান; ৪ সেঞ্চুরি; ৭ ফিফটি; ব্যাটিং গড়: ৮১.০৮; স্ট্রাইকরেট: ১৫২.০৩; রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ভারতের হারের পর হতাশায় টুপিতে বিরাট কোহলির মুখ ঢেকে ফেলার দৃশ্য এখন বেশ চিরপরিচিত দৃশ্য। আইসিসির বিভিন্ন ইভেন্ট থেকে শুরু করে আইপিএল-কোহলির ব্যাটে দেখা যায় রানের ফোয়াড়া। তবু কোহলি থেকে যান পরাজিত দলে।
২০২৩ বিশ্বকাপে পরিসংখ্যানের দিকে একবার চোখ বোলালেই বোঝা যাবে কোহলি কতটা দুর্দান্ত ফর্মে ছিলেন। ১১ ম্যাচে ৩ সেঞ্চুরিতে করেছেন ৭৬৫ রান। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ৩ সেঞ্চুরির পাশাপাশি ৬ ফিফটি এবার করেছেন কোহলি। পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৫৪ রান করেছেন। ৭৬৫ রান ও ১ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোহলি। গড়টাও অবিশ্বাস্য এবং তা হলো ৯৫.৬২। তবে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচের ১০ টিতে জিতে ফাইনালে এসেই হোঁচট খেল ভারত।
ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েও রানার্সআপ হওয়ার ঘটনা কোহলির সঙ্গে এর আগেও হয়েছে। ২০১৪ সালে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে হয়েছিল আরও এক বিশ্বকাপ। ৯ বছর আগে সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেও দুর্দান্ত খেলেছেন কোহলি। ৬ ম্যাচে ১০৬.৩৩ গড় ও ১২৯.১৪ স্ট্রাইকরেটে ৩১৯ রান করে হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করার পথে ৪টি ফিফটি করেছিলেন তিনি। মিরপুরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেছিলেন ৭৭ রান। তবে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।
আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার এমন ঘটনার সাক্ষী হওয়া কোহলির সঙ্গে এমন ঘটনা ঘটেছে আইপিএলেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৪ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে করেন ৯৭৩ রান। যা এখনো পর্যন্ত আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রান। সেবার শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কোহলি। প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ২০৮ রান করেছিল। ২০৯ রান তাড়া করতে নেমে আরসিবি ২০০ রানেই আটকে যায়। অবিশ্বাস্য ফর্মে থাকা কোহলি পেয়েছিলেন আইপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার।
বিরাট কোহলির ম্যান অব দ্য টুর্নামেন্ট ও দল রানার্সআপ:
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ; ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ৬ ফিফটি; ব্যাটিং গড়: ৯৫.৬২; স্ট্রাইকরেট: ৯০.৩১; ভারত
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ; ৩১৯ রান; ৪ ফিফটি; ব্যাটিং গড়: ৯৫.৬২; স্ট্রাইকরেট: ১২৯.১৪; ভারত
২০১৬ আইপিএল; ৯৭৩ রান; ৪ সেঞ্চুরি; ৭ ফিফটি; ব্যাটিং গড়: ৮১.০৮; স্ট্রাইকরেট: ১৫২.০৩; রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে