Ajker Patrika

সাকিবের পাশে জুনিয়র সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২৪, ২২: ০৩
সাকিবের পাশে জুনিয়র সাকিব

অ্যান্টিগায় আজ রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেওয়ার অনন্য এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে সিনিয়র সাকিবের আরেকটি রেকর্ড ছুঁয়েছেন তানজিম হাসান হাসান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সাকিব সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছিলেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো কুড়ি ওভারের বিশ্বকাপ খেলতে এসে কোহলি ও সূর্যকুমারকে ফিরিয়ে তানজিম সাকিবেরও এখন ১১ উইকেট। যৌথভাবে শীর্ষে এখন দুই সাকিব।

ভারতীয় ব্যাটাররা অন্যদের ওপর চড়াও হলেও নিজের প্রথম দুই ওভার পর্যন্ত তানজিম সাকিবকে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি তাঁরা। ২ ওভার ১৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। নিজের প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় ওভারে এসেই নিয়েছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট।

নবম ওভারে তানজিম সাকিবের বল সামনে এসে খেলতে গিয়ে লাইন মিস করে ২৮ বলে ৩৭ রানে বোল্ড হয়েছেন কোহলি। নেমে প্রথম বলেই হুক করে দারুণ একটি ছক্কা সূর্যকুমারের। পরের বলে আউটসাইড-এজের পর ধরা পড়েছেন উইকেটকিপার লিটন দাসের হাতে। এ প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬ ওভারে ওভারে ৪ উইকেটে ১৪৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত