Ajker Patrika

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও পণ্ড করে দিতে পারে বৃষ্টি

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। ছবি: এএফপি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথেই হঠাৎ করে বদলে গেছে আবহাওয়া। স্বাভাবিকভাবে চলতে থাকা টুর্নামেন্টে ছন্দপতন ঘটেছে গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়ে। এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছে ঘোর সংশয়।

রাওয়ালপিন্ডিতে গতকাল হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তবে ম্যাচ হওয়া তো দূরে থাক, মুষলধারে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। এই ভেন্যুতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। অ্যাকুওয়েদার অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, ম্যাচের দিনে বৃষ্টির ৬৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। বিবিসি ওয়েদার বলছে, স্থানীয় সময় বেলা ২টায় ম্যাচ শুরুর সময় ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাওয়ালপিন্ডির থেকে ১ ঘণ্টা এগিয়ে থাকায় বাংলাদেশে তখন বাজবে বেলা ৩টা।

চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখতে রাওয়ালপিন্ডিতে পরশু নিউজিল্যান্ডকে হারানোর কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। তবে নিউজিল্যান্ড ২৩ বল হাতে রেখে ৫ উইকেটে জেতায় নাজমুল হোসেন শান্তর দলের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে। একই সঙ্গে পাকিস্তানেরও সেমিফাইনালের ন্যুনতম সম্ভাবনাটুকু শেষ হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড সেমি নিশ্চিত করেছে।

লাহোরে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচটি দুই দলের জন্যই ‘বাঁচা-মরার ম্যাচ’। সেমিতে যেতে আফগানদের এখন দু্ই ম্যাচ জিততে হবে। তবে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানরা ঠিকমতো খেলতে পারবে কি না, সেটা নিয়ে রয়েছে সংশয়। কারণ, পরশু লাহোরে হতে যাওয়া আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিবিসি ওয়েদার বলছে, স্থানীয় সময় বেলা ২টায় যখন ম্যাচ শুরু হবে, তখন ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত